ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

তিন সপ্তাহের জন্য টাচলাইনের বাইরে গার্দিওলা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, আগস্ট ২২, ২০২৩
তিন সপ্তাহের জন্য টাচলাইনের বাইরে গার্দিওলা

পিঠে অস্ত্রোপচার করানো হয়েছে পেপ গার্দিওলার। এ কারণে দুই সপ্তাহ টাচলাইনের বাইরে থাকতে হবে ম্যানচেস্টার সিটির প্রধান কোচকে।

 

এক বিবৃতিতে প্রিমিয়ার লিগের ক্লাবটি জানিয়েছে, ৫২ বছর বয়সী স্প্যানিশ কোচ দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা অনুভব করছিলেন। সমস্যা থেকে মুক্তি পেতে এবার জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে।  

অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার জন্য বর্তমানে বার্সেলোনায় অবস্থান করছেন গার্দিওলা। পুরোপুরি সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে তার। এজন্য দলের দুটি প্রিমিয়ার লিগ ম্যাচে টাচলাইনে থাকতে পারবেন না ট্রেবল-জয়ী কোচ।  

রোববার শেফিল্ড ইউনাইটেড এবং ২ সেপ্টেম্বর ফুলহামের মুখোমুখি হবে সিটিজেনরা। এ দুই ম্যাচে গার্দিওলার জায়গায় দায়িত্ব সামলাবেন সহকারী কোচ হুয়ানমা লিলো।

গত মৌসুমে গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে ইতিহাসের সেরা সাফল্য এনে দিয়েছিলেন। তার অধীনে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতার স্বাদ পায় সিটি।  

এরপর নতুন মৌসুমে শুরুতেই সেভিয়াকে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে হারিয়ে উয়েফা সুপার শিরোপা ঘরে তুলেছে ম্যানসিটি। আর লিগে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে দ্বিতীয় স্থানে আছে গার্দিওলার শিষ্যরা। প্রথমটিতে বার্নলি ও দ্বিতীয়টিতে নিউক্যাসলকে হারিয়েছে তারা। শীর্ষে থাকা ব্রাইটন ও তিনে থাকা আর্সেনালের পয়েন্টও অবশ্য সিটির সমান, ৬ করে।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।