ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

একদিন পেছালো সাফ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
একদিন পেছালো সাফ

আগামী মাসে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। আসরটি খেলতে ভুটানে পৌঁছেছে বাংলাদেশ দল।

সেখানে পৌছে সূচি পরির্বতনের সংবাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। ১ সেপ্টেম্বর টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলেও সেটি একদিন পিছিয়ে শুরু হবে ২ সেপ্টেম্বর।   

বুধবার বিষয়টি নিয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মালদ্বীপ ও পাকিস্তানের ফ্লাইট সমস্যায় রয়েছে। তারা ১ তারিখের আগে পৌঁছাতে পারছে না। এজন্য অনেকটা বাধ্য হয়েই টুর্নামেন্ট একদিন দেরিতে শুরু করে পরবর্তী ম্যাচগুলোও একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। ’

নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো যথাক্রমে ২, ৪ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরবর্তীতে গ্রুপপর্বে ন্যূনতম রানার্স-আপ হলে সেমিফাইনাল খেলবে ৮ সেপ্টেম্বর। এরপর ১০ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ সময় : ২৩০৬ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০২৩
এআর/এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।