ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

ক্রিকেট দলকে শুভকামনা জানালেন জামাল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
ক্রিকেট দলকে শুভকামনা জানালেন জামাল

একই দিনে, একই সময়ে ক্রিকেট ও ফুটবলে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। আগামীকাল ৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অগ্নিপরীক্ষা।

 

একই দিনে বিকেল ৫টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তান জাতীয় ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার বাহিনী। এশিয়া কাপে ক্রিকেট ম্যাচকে সামনে রেখে ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক।

আগামীকাল বাংলাদেশ ক্রিকেট দল যেন জয় নিয়ে মাঠ ছাড়তে পারে সেই শুভ কামনা জানিয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘ক্রিকেট দলকে শুভকামনা। আমার আশা বাংলাদেশ ওখানেও জিতবে। একই সঙ্গে আমি আশা করি মানুষ যারা খেলা প্রেমি আছেন, তারা আমাদের ম্যাচ দেখবেন। ’ 

যদি দুটো দল জিতে, তাহলে কেমন লাগবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের জন্যই খুব ভালো একটা দিন হবে। ফুটবলেও জিতল, ক্রিকেটেও জিতল। দিন শেষে তো জয়টাই মূখ্য, না? আশা করি আমরা দুই দলই জিতব। ’

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।