ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় প্রীতি ম্যাচের টিকিট বিক্রি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় প্রীতি ম্যাচের টিকিট বিক্রি শুরু

গত রোববার (৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে ইতিহাস গড়ে বসুন্ধরা কিংস অ্যারেনা। আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ সেই ম্যাচটি গোলশূন্য ব্যবধানে ড্র করে।

 

এদিন দক্ষিণ এশিয়ার প্রথম কোনো ক্লাবের নিজস্ব স্টেডিয়ামে জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে। পরবর্তী ম্যাচটিও অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনাতেই। আগামী ৭ সেপ্টেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচে ‍মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচটিকে সামনে রেখে আজ থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে।

বসুন্ধরা আবাসিক এলাকায় সাউথইস্ট এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে পাওয়া যাচ্ছে ম্যাচের টিকিট। ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ফিফা টায়ার ওয়ান ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচের দ্বিতীয় খেলায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, বিকাল ৫টায়। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত সোশ্যাল ইসলামি ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংকের শাখায় পাওয়া যাচ্ছে ম্যাচের টিকিট। ’

ফুটবলপ্রেমীরা বিভিন্ন গ্যালারি ভেদে ১০০-১৫০ টাকা মূল্যে টিকিট সংগ্রহ করতে পারবেন। বসুন্ধরা কিংস অ্যারেনার ধারণক্ষমতা প্রায় ৬ হাজার।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।