ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

দ্বিগুণ বেতনে আরও এক বছর বার্সেলোনার কোচ থাকছেন জাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
দ্বিগুণ বেতনে আরও এক বছর বার্সেলোনার কোচ থাকছেন জাভি

বার্সেলোনার সঙ্গে জাভি হার্নান্দেজের সম্পর্কটা আরেকটু লম্বা হবে, এটি ছিল অনুমিতই। দলবদলের মৌসুম শেষ হওয়ার পর থেকেই তার সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছিল।

অবশেষে আরও এক বছর কোচ হিসেবে জাভির সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে বার্সা। এমন খবর জানাচ্ছেন দলবদলের খবরের বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিসিও রোমানো।  

তিনি বলছেন, খুব অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে খবরটি জানাবে বার্সা। ২০২১ সালে রোনাল্ড কোম্যান বরখাস্ত হওয়ার পর ক্লাবের দায়িত্ব নেন জাভি। তখন তিন বছরের চুক্তি করেন তিনি, সেটি শেষ হচ্ছে ২০২৩-২৪ মৌসুমে। এমন অবস্থায় বার্সার সঙ্গে দুই বছরের চুক্তি নবায়নের কথা ছিল জাভির।  

কিন্তু অর্থনৈতিক বাধ্যবাধকতার কারণে আপাতত ২০২৫ সাল অবধি চুক্তি করছে দুই পক্ষ। ক্লাবে থাকার ব্যাপারে জাভির কোনো দ্বিধা নেই। বার্সাও চাইছে তাকে ধরে রাখতে। তবে নতুন চুক্তি আগের চেয়ে প্রায় দ্বিগুণ বেতন পাবেন জাভি, এমন খবর দিচ্ছেন স্প্যানিশ দৈনিক মার্কা।

২০২১ সালের নভেম্বরে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত বার্সার দায়িত্ব নিয়েছিলেন জাভি। তখন স্বাভাবিকভাবে কোচরা যেমন বেতন পান, তার চেয়ে বেশ কমে যোগ দেন তিনি। তবে আগের চেয়ে এখন অর্থনৈতিকভাবে বেশ উন্নতি হয়েছে বার্সার। এখন তাই আগের চেয়ে বেশ ভালো বেতন বৃদ্ধির দাবি ছিল বার্সার।

কিন্তু সেটি দিতে ক্লাবটির বোর্ড প্রস্তুত ছিল না। শেষ অবধি জাভির বেতন দ্বিগুণ করে দিয়ে চুক্তি নবায়নের দৈর্ঘ্য এক বছরে নামিয়ে এনেছে তারা। এমনিতে গত মৌসুমে জাভির অধীনে লা লিগা জিতেছে বার্সা। তবে দুবার তাদের খেলতে হয়েছে ইউরোপা লিগে। এবার স্কোয়াডে জাভির পছন্দের ফুটবলারদের আনা হয়েছে, এজন্য চ্যাম্পিয়ন্স লিগেও ভালো করার আশা বেড়েছে বার্সার।

বাংলাদেশ সময় : ২০৪৯ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।