ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

বরখাস্ত হলেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
বরখাস্ত হলেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক

জাপানের কাছে প্রীতি ম্যাচে হারের কারণে বরখাস্ত হয়েছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। প্রীতি ম্যাচে জাপানের কাছে ৪-১ গোলে হেরেছে জার্মানি।

এর পরপরই কোচকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

ইউরো ২০২৪-এর আয়োজককে এখন নতুন কোচ খুজতে হবে। আপতত রুডি ফোলারকে অন্তর্বতী কোচ নিয়োগ দিয়েছেন জার্মান ফুটবল ফেডারেশন। জার্মানির সাবেক কোচ জোয়াকিম লো দায়িত্ব ছাড়ার পর ২০২১ সালের জুলাইতে নিয়োগ দেওয়া হয় ফ্লিককে। ২০২২ বিশ্বকাপে জার্মানি বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে। 'ই' গ্রুপে তৃতীয় হয়েছিল জার্মানি। বিশ্বকাপে জাপানের কাছে ২-১ গোলে হারার পর সমালোচিত হয়েছিলেন ফ্লিক।

তবে বিশ্বকাপের পর চাকরি টিকে গেলেও এবার আর শেষ রক্ষা হলো না। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করে ফ্লিককে বরখাস্ত করার কথা। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের মতে, ‘ফ্লিক এ বছর অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে। তার কোন বুদ্ধিই কাজে লাগেনি মাঠে। খেলোয়াড়দের আত্মবিশ্বাসও তলানিতে পৌঁছেছে। ’

ফ্লিকের অধীনে জার্মানি ২৫ ম্যাচ খেলে জয় পেয়েছে ১২টি, ড্র ৭ ম্যাচ, হার ৬টি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।