ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

এএফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচের সময় পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এএফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচের সময় পরিবর্তন

এএফসি কাপে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশনের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে বসুন্ধরা কিংস। বাংলাদেশ সময় রাতে ম্যাচটি হওয়ার কথা থাকলেও ফ্লাডলাইট জটিলতার কারণে সেটি বিকেলে অনুষ্ঠিত হবে।

এক বিবৃতিতে বসুন্ধরা কিংস জানায়, মালে স্টেডিয়ামে ফ্লাডলাইট সমস্যায় এএফসি ম্যাচের সময় পুনঃনির্ধারণ করেছে। বসুন্ধরা কিংস ম্যাচের সময়ের সঙ্গে মিল রেখে বিকেলে অনুশীলন করেছে। স্থানীয় সময় বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় যা বিকেল চারটা।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে গতকাল মালদ্বীপের মালতে পৌঁছেছে। গতকাল সন্ধ্যায় মালেতে বৃষ্টির জন্য অনুশীলন বাতিল করেন কোচ অস্কার ব্রুজন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।