ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে জয় চান সোহেল রানা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
ঘরের মাঠে জয় চান সোহেল রানা

বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেক হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ দিয়ে। এবার বসুন্ধরা কিংসের ম্যাচ দিয়ে ক্লাব পর্যায়ের ম্যাচে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় রয়েছে স্টেডিয়ামটি।

আগামী ২ অক্টোবর এএফসি কাপের ম্যাচে নিজেদের ঘরের মাঠে ভারতের ক্লাব ওড়িশাকে আতিথেয়তা দেবে বসুন্ধরা কিংস। ঘরের মাঠে প্রথম অন্তর্জাতিক ম্যাচ জয় দিয়ে শুরু করতে চান বসুন্ধরা কিংসের ফুটবলার মোহাম্মদ সোহেল রানা।

এএফসি কাপে নিজেদের শুরুটা প্রত্যাশানুযায়ী করতে পারেনি বসুন্ধরা কিংস। আগের মালদ্বীপের ক্লাব মাজিয়া বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি অস্কার ব্রুজোনের শিষ্যরা। আগামী ম্যাচে ওড়িশার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না সোহেল।  

তিনি বলেন, ‘আসলে এএফসি কাপে আমাদের যে প্রত্যাশা ছিল জয় দিয়ে শুরু করার সেটা আমরা পারিনি। আমাদের কোচ, খেলোয়াড় আমরা সকলেই চেয়েছিলাম জয় দিয়ে শুরু করার। তবে আমরা শুরুটা ভালো করতে পারিনি। আগামী ম্যাচটা আমাদের নিজেদের মাঠে। আমরা চেস্টা করবো সেখানে ভালো ফল করতে। ’

এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সোহেল রানা। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ এই ম্যাচটা যদি আমরা হেরে যাই তবে কোয়ালিফাই করা আমাদের জন্য খুবই কঠিন হবে। ঘরের মাঠে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। আমরা চেষ্টা করবো জয় নিয়ে টুর্নামেন্টে টিকে থাকার। ’

‘ম্যাচটা আমাদের জন্য সহজ হবে না। তারা শক্তিশালি প্রতিপক্ষ। তবে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। ’ যোগ করেন তিনি।

ইনজুরির কারণে প্রথম ম্যাচে দলে ছিলেন না মিগেল দামাসেনা। তবে আগামী ম্যাচে খেলবেন তিনি। মিগেলের অন্তর্ভুক্তি দলকে বাড়তি শক্তি দেবে বলে মনে করেন সোহেল। তিনি বলেন, ‘মিগেল ফেরাতে আমাদের মাঝমাঠ আরও শক্তিশালি হয়েছে। ফাইনালে থার্ডে সে যেভাবে বল দিতে পারে তা আগের ম্যাচে কম ছিল। প্রতিপক্ষের কথা মাথায় রেখেই কোচ নতুন পরিকল্পনা করেছেন। ’

ঘরোয়া লিগের ম্যাচে নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় নিয়মিতই খেলা হয় কিংসের। সেখানে অপ্রতিরোধ্য তারা। এবার আন্তর্জাতিক ম্যাচে নিজেদের জাত চেনানোর পালা। বসুন্ধরা কিংস অ্যারেনায় হারের রেকর্ড নেই ক্লাবটির। আগামী ম্যাচে সেই জয়ের ধারা ধরে রাখতে চান সোহেল।  

তিনি বলেন, ‘ঘরোয়া লিগে আমরা এই মাঠে নিয়মিত খেলেছি। আমরা এখন পর্যন্ত একটা ম্যাচও হারিনি এই মাঠে। এএফসি কাপের ম্যাচ দিয়ে ক্লাবের প্রথম আন্তর্জাতিক ম্যাচে এই মাঠে খেলতে নামবো। আমরা চাইবো নিজেদের সেরাটা দিয়ে আমাদের জয়ের রেকর্ড ধরে রাখতে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।