ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

যেখানে পাওয়া যাবে কিংস-ওড়িশা ম্যাচের টিকিট

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
যেখানে পাওয়া যাবে কিংস-ওড়িশা ম্যাচের টিকিট

আগামী ২ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত হবে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ। ভারতের ক্লাব ওড়িশাকে আতিথেয়তা দিবে বসুন্ধরা কিংস।

কিংস অ্যারেনায় ক্লাবের প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হতে চলছে।

এই ম্যাচের টিকিট ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে। বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ জানিয়েছে দুইটি ব্যাংক সহ তিনটি রেস্টুরেন্টে টিকিট পাওয়া যাবে। সাউথ ইস্ট ব্যাংক এবং সোশ্যাল ইসলামি ব্যাংকের বসুন্ধরা শাখায় ম্যাচ টিকিট পাওয়া যাবে।  

এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এরাবিকা কফি, ঢালি ফিটনেস সেন্টার, খানাস এবং অ্যাওয়েক ক্যাফে অ্যান্ড বিস্ট্রোতে মিলবে বসুন্ধরার ম্যাচের টিকিট। টিকিটের মূল্য ১০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত ধার্য্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।