ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

ফুটবল

ক্লপের সঙ্গে তর্ক নিয়ে সালাহ, ‘আমি মুখ খুললে আগুন লেগে যাবে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
ক্লপের সঙ্গে তর্ক নিয়ে সালাহ, ‘আমি মুখ খুললে আগুন লেগে যাবে’

ইয়ুর্গেন ক্লপ যুগে কোনো দ্বিধা ছাড়াই লিভারপুলের সেরা খেলোয়াড় মোহামেদ সালাহ। কিন্তু গত মার্চে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর খুব একটা ছন্দে নেই এই মিশরীয় ফরোয়ার্ড।

আজ ওয়েস্ট হামের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের ম্যাচে তাকে শুরুর একাদশে রাখেননি ক্লপ।

তবে সালাহ বদলি হিসেবে মাঠে নামার আগেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। ম্যাচ শেষ হতে ১৩ মিনিট বাকি আর, তখন ২-১ গোলে এগিয়ে লিভারপুল। বেঞ্চ থেকে একসঙ্গে তিন ফুটবলারকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন ক্লপ। তবে মাঠে নামার লিভারপুল কোচের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন সালাহ। এমনকি ক্লপের দিকে তেড়ে যাওয়ারও চেষ্টা করেন তিনি। পরে তাকে থামান দারউইন নুনেস।

ম্যাচ শেষে সালাহর প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিলেন সাংবাদিকরা। কিন্তু টানেল দিয়ে যেতে যেতে সালাহ শুধু এটুকুই বলে যান, 'আমি মুখ খুললে, আগুন লেগে যাবে। হ্যাঁ আগুন। '

সেই ঘটনার বর্ণনা একদমই দিতে চাননি ক্লপ। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা ইতোমধ্যেই কথা বলেছি ড্রেসিংরুমে। তা সেখানেই শেষ বলে আমি মনে করি। '

লিভারপুলের সাবেক স্ট্রাইকার পিটার ক্রাউচের এমন দৃশ্য একদমই ভালো লাগেনি। তিনি বলেন, 'এমনটা দেখতে ভালো লাগছিল না। এটা ক্লাবের জন্য ভালো নয়। ম্যানেজার ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মধ্যে এমন বাক্য বিনিময় কেউই দেখতে চায় না। '

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।