ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ছাত্র আন্দোলনে যোগ দিল বাংলাদেশি ফুটবল আল্ট্রাস 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
ছাত্র আন্দোলনে যোগ দিল বাংলাদেশি ফুটবল আল্ট্রাস  (বাঁ দিক থেকে) আল্ট্রাসের প্রচার সম্পাদক হাসিব তালুকদার, কেন্দ্রী কমিটির সদস্য সজিব আহমেদ ও তোফায়েল আহমেদ

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সারা দেশে ‘ছাত্র হত্যা, গুলি, হামলা ও মামলার’ প্রতিবাদে নতুন নতুন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে এবার মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবলের পাগলাটে সমর্থক গ্রুপ ‘বাংলাদেশি ফুটবল আল্ট্রাস’।

গতকাল থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মাঠে নেমেছে তারা।

আল্ট্রাস গ্রুপের ৫-৭ হাজার সদস্যদের বড় অংশই ছাত্র। আন্দোলনের শুরু থেকেই যার যার শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে অধিকার আদায়ের ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। এই ছাত্র আন্দোলন যখন ছাত্র আন্দোলনে রূপ নিল আলট্রাস পরিবারের সকলেই জনতার সঙ্গে সংহতি প্রকাশ করে অধিকার আদায়ের আন্দোলনে যোগ দেয়।

গতকাল থেকেই রাজপথে আছে আল্ট্রাস পরিবারের সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে তারা। আল্ট্রাসের প্রচার সম্পাদক হাসিব তালুকদার বলেন, ‘বর্তমান এই আন্দোলনকে শুধু আমি আর ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন মনে করছি না। এটা এখন জাতীয় আন্দোলন। এটা এখন স্বৈরাচার কর্তৃক হরণ করা আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলন। বাকস্বাধীনতা পুনরায় ফিরিয়ে আনার আন্দোলন। পরবর্তী প্রজন্মকে একটা প্রকৃত স্বাধীন দেশের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আন্দোলন। বাঙ্গালীর অস্তিত্ব রক্ষার আন্দোলন। ’

‘এটা এখন আমার ভাইয়ের রক্তের হিসাব আদায়ের আন্দোলন। আমার ভাইয়ের খুনিদের শাস্তি নিশ্চিত করার আন্দোলন। দেশের ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পুনরুদ্ধারের আন্দোলন। পরবর্তী প্রজন্মের সামনে স্বৈরাচারীর বিরুদ্ধে কিভাবে চোখে চোখ রেখে লড়াই করতে হয় সেই দৃষ্টান্ত তৈরির আন্দোলন। এই আন্দোলন এখন ছাত্র আন্দোলন। আর প্রতিটা দেশপ্রেমী বাংলাদেশের নাগরিক এর অধিকার আদায়ের আন্দোলন। মাতৃভূমির পবিত্র মাটিকে মুক্ত করার আন্দোলন। এই আন্দোলন এখন প্রকৃত দেশপ্রেমিকদের নিয়ে গড়ে উঠা এই আল্ট্রাসের প্রতিটা সদস্যের আন্দোলন। আমরা দাবি আদায় হওয়ার আগে আন্দোলনের সঙ্গেই থাকবো। ’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।