ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন না সালাউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন না সালাউদ্দিন

অবশেষে বাফুফেতে শেষ হতে চলেছে কাজী সালাউদ্দীন অধ্যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচন করবেন না তিনি।

আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করে কাজী সালাউদ্দিন নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।  অবশ্য কিছুদিন আগেও নির্বাচন করবেন বলে জানিয়েছিলেন সালাউদ্দিন। তবে আজ জানিয়েছেন, পারিবারিক কারণে আসন্ন নির্বাচনে লড়বেন না তিনি।

এবার সরে দাঁড়ানোয় পরবর্তীতে আর নির্বাচন করতে পারবেন না সালাউদ্দিন। কারণ বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী ৭২ বছরের পর কেউ নির্বাচন করতে পারবেন না। সালাউদ্দিনের বর্তমান বয়স ৭১ বছর।

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আসছিলেন সাবেক ফুটবলারদের একটি অংশ, দেশের ফুটবলের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী বাংলাদেশী ফুটবল আলট্রাস সহ সমর্থকরা। বাফুফে ভবনের সামনে সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করেছেন তারা। তার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানান সাবেক ফুটবলার ও সংগঠকরা। সবমিলিয়ে নানামুখী চাপের মুখে পড়ে যান তিনি।

এতকিছুর পরেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন সালাউদ্দিন। তবে আজ নির্বাচন না করার কথা জানিয়েছেন তিনি। সালাউদ্দিন বলেন, 'আমি শেষ ১৬ বছর বাফুফের  সভাপতি ছিলাম। এজন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আপনাদের সঙ্গে আমি ১৬ বছর কাজ করেছি। অনেক কিছুই হয়েছে। আমি কিছু মনে রাখছি না। আপনারাও মনে কিছু রাখবেন না আশা করি। আমি আগামী নির্বাচনে অংশ নেবো না। আগামীতে যারা বাফুফে পরিচালনা করবেন তারা আরও ভালো করবেন, ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই আমার প্রত্যাশা। '

সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বিদায়বেলায় এটা সুখস্মৃতি হয়ে থাকবে বলে জানান সালাউদ্দিন। তিনি বলেন , 'সাফ অনূর্ধ্ব-২০ এ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। শেষ এই ভালো স্মৃতি নিয়ে আমি বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা। '

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।