ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘পুরো সত্য’ জানলে তুর্কি ক্লাবে যেতেন না মরিনিও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
‘পুরো সত্য’ জানলে তুর্কি ক্লাবে যেতেন না মরিনিও

তুরস্কের ফুটবলে রেফারিং নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছেন জোসে মরিনিও। এমনকি আগে জানলে তুর্কি ক্লাব ফেনেরবাচের কোচ পর্যন্ত হতেন না তিনি।

গতকাল রাতে শেষ মুহূর্তের গোলে ত্রাবজনস্পরের বিপক্ষে ৩-২ ব্যবধানের নাটকীয় জয় পায় ফেনেরবাচে। জয়সূচক সেই গোলটি আসে যোগ করা সময়ের ১২তম মিনিটে। তবে এর আগে পেনাল্টি না পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন মরিনিও।

ম্যাচশেষে তিনি বলেন, ‘আমাকে এখানে আনার জন্য আমি ফেনেরবাচে ভক্তদের দোষ দিচ্ছি। তারা আমাকে কেবল অর্ধ সত্য বলেছে, পুরো সত্য বলেনি। কারণ পুরো সত্য বললে, আমি আসতাম না। ’

ভিএআর অফিসিয়াল আতিলা কারাওগ্লানকে নিয়ে মরিনিও বলেন, ‘কিন্তু অর্ধ সত্য নিয়েও আমরা প্রতিপক্ষ ও সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। তিনি (কারাওগ্লান) দুটি পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার জন্য সতর্ক ছিলেন, যা রেফারি দেননি। এরপর যখন আমাদের জন্য পরিষ্কার পেনাল্টি ছিল, তখন তিনি তুর্কি চা পান করছিলেন এবং তা (পেনাল্টি) দেননি। আজকের ম্যাচসেরা আতিলা কারাওগ্লান। ’

‘ফেনেরবাচের সকল ভক্তদের হয়ে বলতে চাই, আমরা তাকে আর দেখতে চাই না। ভিএআরে আমরা তাকে চাই না। এমনকি মাঠেও না। ’

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।