ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কারের ঘোষণা আসছে, জানালেন তাবিথ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কারের ঘোষণা আসছে, জানালেন তাবিথ সংগৃহীত ছবি

নির্বাচনের পর আজ প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসছিলেন নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। সেখানে সকলের সঙ্গে দেখা করেছেন তিনি।

কথা বলেছেন সাফজয়ী নারী দলের সঙ্গেও। খুব শিগগিরই তাদের পুরস্কৃত করা হবে সাবিনাদের, সে কথাও জানিয়েছেন বাফুফে প্রধান।

আগামী ৯ নভেম্বর বাফুফের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় সাফজয়ী দলের জন্য পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তাবিথ। এআর আগে যেদিন সাফ জিতে নারী ফুটবল দল দেশে ফেরে, তখনই পুরস্কারের কথা জানিয়েছিলেন বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান। তিনিও বলেছিলেন, ৯ নভেম্বর নির্বাহী কমিটির সভায় সাফজয়ী দলের জন্য বড় পুরস্কারের ঘোষণা আসবে।

আজ বাফুফে ভবনে নতুন সভাপতির আগমন উপলক্ষে নির্বাহী কমিটির অনেকেই উপস্থিত ছিলেন। পাশাপাশি ভবনের সব স্টাফদের সঙ্গে দেখা করেন নতুন সভাপতি। এরপর সাফজয়ী দলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সৌজন্য সাক্ষাতের পর গণমাধ্যমে কথা বলেন তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘আমর এখনো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করিনি। আগামী ৯ তারিখ আমাদের প্রথম নির্বাহী কমিটির সভা রয়েছে। সেখান থেকে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করবো আগামী চার বছরের জন্য। ’ 

‘আজ আমরা যে ফেডারেশনে এসেছি সকল স্টাফদের সঙ্গে একদম শীর্ষ কর্মকর্তাদের থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত সকলের সঙ্গে আমরা বসে পরিচিতি সভা করেছি। এছাড়া ছোট একটা মতবিনিময় সভা করেছি। এরপরই আমরা আমাদের চ্যাম্পিয়ন দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি এবং আগামী দিনের প্ল্যানিং নিয়ে কিছু কথা বলেছি। শিগগিরই আমরা আগামী দিনের পরিকল্পনা নিয়ে সিরিয়াসলি বসবো, আমাদের নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং আমাদের সাব কমিটির পক্ষ থেকে। আজকে জাস্ট একটা সোশ্যাল গেদারিং বলতে পারেন আমাদের পক্ষ থেকে। ’

‘আজকে আমরা কোনো সিরিয়াস আলোচনা করিনি। কারও সঙ্গেই না। স্টাফদের সঙ্গেও না। নারী ফুটবলারদের সঙ্গেও না। ৯ তারিখে নির্বাহী কমিটির সভার পরপরই আমরা সিরিয়াস ডিসকাশনে যাবো। আজকে আমরা শুধুই দেখা করতে চেয়েছি। এটা ফুটবল, এটা একটা উৎসবের জায়গা। এখানে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। খেলোয়াড়সুলভ মনমানসিকতা নিয়েই আমরা আগামী চার বছর পার করতে চাই। সেই বার্তা দিতেই আমরা এখানে এসেছিলাম,’ যোগ করেন তিনি।

নির্বাহী কমিটির সভার পরই সাফজয়ী ফুটবলারদের জন্য পুরস্কারের ঘোষণা আসবে বলে জানিয়েনে তাবিথ। তিনি বলেন, ‌‘সারপ্রাইজ আমি বলতে চাই না। কারণ আমরা নির্বাহী কমিটির সবাই মনে করি, নারী ফুটবল দল যা অর্জন করেছে এরপর তারা একটা পুরস্কার ডিজার্ভ করে। ৯ তারিখের নির্বাহী কমিটির সভায় আমরা সেই সিদ্ধান্ত পাশ করিয়ে এরপর সবাইকে বলবো। ’

‘বিএফএফএর পক্ষ থেকে ৯ তারিখে একটা ঘোষণা আসবে। অনেক ব্যক্তি এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান নারী ফুটবলারদের সংবর্ধনা এবং পুরস্কার দিতে চায়। সেই আলোচনা এখনো চলমান রয়েছে। তাদের কাছ থেকে আমরা ফাইনাল কোনো সিদ্ধান্ত পাইনি। তবে বাফুফে থেকে একটা ঘোষণা আসছে এটা নিশ্চিত। আর্থিক স্বচ্ছ্বতা বজায় রাখতে নির্বাহী কমিটির সভাতেই সেই সিদ্ধান্ত অনুমোদিত হলে ঘোষণা দেওয়া হবে,’ যোগ করেন তিনি।

নতুন কমিটি নিয়ে নতুনভাবে এগিয়ে যেতে চান তাবিথ আউয়াল। চার বছর আগে বাফুফে নির্বাচনে হেরে বিদায় নিয়েছিলেন তৎকালীন সহসভাপতি। চার বছর পর বাফুফে প্রেসিডেন্ট হিসেবে এসেছেন তিনি। এ নিয়ে তাবিথ বলেন, ‘চার বছর আগে অক্টোবর মাসেই আমি ফেডারেশন থেকে বিদায় নিয়েছিলাম। আমার সঙ্গে বিগত কমিটির অনেকেই নতুনভাবে বিজয়ী হয়ে এসেছে, তাদের অভিনন্দন। তার সঙ্গে কিছু নতুন চেহারাও এবার প্রথমবারের মতো ফেডারেশনে এসেছে। এছাড়া তৃতীয় গ্রুপ আছে আমার মতো যারা বাইরে ছিলেন এক-দুই টার্ম, তারাও আবার ব্যাক করেছেন। এরকম তিন রকমের এক্সপেরিয়েন্স আমরা কাজে লাগাতে যাচ্ছি। এটা নিশ্চয়ই আমাদের সফলতা এনে দেবে সামনে। ’

‘বাফুফেতে এসে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি আমার বাসায় ফিরেছি। বাসায় ফিরে আমি একটা চ্যাম্পিয়ন দলের কাছে ফিরে এসেছি। এটাও ভিন্ন মাত্রা যোগ করছে। এরকম একটা স্ট্যান্ডার্ডে আমরা নতুন কমিটি জয়েন করেছি। আমরা আশা করবো চার বছর পরে এর চেয়ে আর বেশি স্ট্যান্ডার্ডে আমাদের খেলোয়াড়রাও খেলবে এবং আমাদের শিরোপাও থাকবে,’ শেষ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।