গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। এ নির্বাচনে প্রথমবার সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ আউয়াল।
মো. একলাস উদ্দিন ও মোহাম্মদ সাইফুর রহমান মনি সমান ৬১টি করে ভোট পাওয়ায় ঝুলে থাকে একটি পদের প্রার্থী বাছাই। এই দুজনের মধ্যে থেকে একজনকে বাছাই করতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।
আজ ছিল বাফুফের নব-নির্বাচিত কমিটির প্রথম সভা। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন নব নির্বাচিত কমিটির মিডিয়া প্রধান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান নির্বাহী সদস্য পদের পুনঃনির্বাচন অনুষ্ঠানের কথা। ৩০ নভেম্বর সকাল ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত ফেডারেশনে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। আজকের সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারমধ্যে এটি অন্যতম।
এদিকে আগের কমিটিতে পদে থাকা কয়েকজন কর্মকর্তা যারা এবারের নির্বাচনে বিজয়ী হয়েছেন বহাল থাকছেন স্বপদেই। যেমন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এবারের কমিটিতেও এই দায়িত্ব পালন করবেন। তাদেরকে বহাল রাখার ব্যাপারে আমিরুল ইসলাম বলেন, ‘নতুন কমিটি তাদেরকে যোগ্য মনে করছে এবং তাদের কাজে সন্তুষ্ট, যে কারণে এই পদগুলোতে পরিবর্তন আসেনি। ’
যদিও আজকের সভায় সবগুলো এজেন্ডা নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেননি আমিরুল ইসলাম বাবু।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এআর/আরইউ