ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন মেসিদের কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন মেসিদের কোচ

চুক্তির মেয়াদ ছিল আরও এক বছর। কিন্তু তার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ইন্টার মায়ামির কোচ হেরার্দো মার্তিনো।

 

'ইএসপিএন' এক খবরে জানিয়েছে, বার্সেলোনা ও মেক্সিকোর সাবেক কোচ আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন।

কয়েকদিন আগেই মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম রাউন্ডের প্লে অফে হেরে বিদায় নিয়েছে মায়ামি। আটলান্টা ইউনাইটেডের কাছে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে হারেন মেসিরা। ফলে আগেভাগেই শেষ হয়ে যায় তাদের মৌসুম। শেষ হয়ে যায় শিরোপা জেতার স্বপ্নও।
 
মায়ামিতে মার্তিনো অধ্যায় শুরু হয়েছিল ২০২৩ সালের জুনে। সাবেক কোচ ফিল নেভিলের জায়গায় দায়িত্ব নিয়েছিলেন তিনি। দেড় বছরে তার অধীনে ২০২৩ লিগ কাপের শিরোপা জেতে তারা। এরপর ২০২৪ সাপোর্টার্স শিল্ডও ঘরে তুলেছিল মায়ামি। এমনকি লিগের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়েছিল তারা।  

লিগে ধারাবাহিকভাবে ভালো করলেও, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে মন্টেরির কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় মায়ামি। এরপর ২০২৪ লিগ কাপের শেষ ষোলো থেকেই ফিরতে হয় তাদের।  

মার্তিনোর মতো হাই প্রোফাইল কোচকে দায়িত্বে দেওয়ার পেছনে মায়ামির বড় উদ্দেশ্য ছিল শিরোপা জয়। এজন্য মেসির সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেস, সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকে দলে টেনেছিল ডেভিড বেকহামের ক্লাব। কিন্তু ২০১৮ সালে আটলান্টাকে এমএলএস জিতিয়ে বর্ষসেরা কোচ হওয়া মার্তিনো এবার আর পারেননি।  

মার্তিনোর না পারার কারণ অবশ্য মেসি নিজেই। মৌসুমের প্রায় অর্ধেকটা সময় ইনজুরির কারণে মাঠের বাইরেই থাকতে হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। তাছাড়া জাতীয় দলের খেলা তো আছেই। তারপরও রেগুলার মৌসুমের হিসাবে মার্তিনো মায়ামিকে তাদের ইতিহাসের সেরা ফলাফল এনে দিয়েছেন।  

রেকর্ড ৭৪ পয়েন্ট নিয়ে এবারের মৌসুম শেষ করেছে মায়ামি। তাদের জয়ের হার ০.৭৬৫, যা এমএলএসে নতুন রেকর্ড। এমএলএসের ইতিহাসে অষ্টম ক্লাব হিসেবে মাত্র চার হার নিয়ে রেগুলার মৌসুম শেষ করেছে মায়ামি। সবমিলিয়ে মার্তিনো-অধ্যায় ক্লাবটির জন্য ঐতিহাসিক হয়েই থাকবে।  

মার্তিনো বিদায় নেওয়ায় এখন নতুন কোচের সন্ধানে নামবে মায়ামি। নতুন কোচকে সামনে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলাও করতে হবে। কারণ ৩৪ ম্যাচের এমএলএস তো আছেই, প্রথমবারের মতো তারা অংশ নেবে ক্লাব বিশ্বকাপেও।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।