ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফুটবল

প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত লিভারপুল-এভারটন ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত লিভারপুল-এভারটন ম্যাচ

প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল লিভারপুল ও এভারটনের। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠে গড়াচ্ছে না ম্যাচটি।

দুই ক্লাব থেকেই বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে ম্যাচ স্থগিতের বিষয়টি।  

গুডিসন পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিতের কারণ হিসেবে এভারটন বিবৃতিতে জানায়, উভয় ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি মার্সিসাইড পুলিশ এবং লিভারপুল সিটি কাউন্সিলের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সভা হয়। সেখানেই নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিকূল আবহাওয়ার কারণে স্টেডিয়াম এলাকায় বসবাসকারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলারও পরামর্শও দিয়েছে মার্সিসাইড পুলিশ। এদিকে ম্যাচের নতুন সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

নিজেদের পরবর্তী ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল মুখোমুখি হবে জিরোনার। আর আগামী শনিবার প্রিমিয়ার লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আর্সেনালের বিপক্ষে নামবে এভারটন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।