ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

হ্যাকারদের দখলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
হ্যাকারদের দখলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ

হ্যাক হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজ। বাফুফের অধীনে থাকা বাংলাদেশ জাতীয় দলের ফেসবুক পেজটি গতকাল রাতে হ্যাক হয়েছে।

উদ্ধার চেষ্টা চললেও এখনো তা হ্যাকারদের অধীনেই রয়েছে।  

গতকাল রাত থেকে বাফুফের পেজে বিভিন্ন সিনেমার ছোট ছোট ভিডিও আপলোড দিতে থাকে হ্যাকাররা। রাত থেকেই এই পেজ উদ্ধারের কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি। বাফুফ এর পক্ষ থেকে আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। গতকাল রাতেই বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পেজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার কার্যক্রম শেষে দ্রুতই পেজ ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।  

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের ফেসবুক পেজটিতে ১৭ হাজার লাইক এবং ৭৮ হাজার ফলোয়ার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪ 
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।