ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দামি গাড়ি উপহার পেলেন রোনালদো-মানেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
দামি গাড়ি উপহার পেলেন রোনালদো-মানেরা সংগৃহীত ছবি

ফুটবলের সুপার পাওয়ার হওয়ার জন্য সৌদি আরব চেষ্টার কোনো কমতি রাখছে না। ফুটবলবিশ্বের মনোযোগ নিজেদের দিকে টেনে নেওয়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেছে তারা।

আর এর পেছনে বড় ভূমিকা অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদোর।  

সৌদি প্রো লিগে ইউরোপীয় ফুটবল মহাতারকাদের ভিড় লেগে গেছে রোনালদোর কারণে। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ীকে দেখে একে একে ইউরোপের অনেক রথী-মহারথীও পাড়ি দিয়েছেন সৌদিতে। তাদের মধ্যে লিভারপুল ও বায়ার্ন মিউনিখ হয়ে এই আল নাসরেই যোগ দেন সাদিও মানে। তারা আসার পর আল নাসর লিগের সুপারপাওয়ারে পরিণত হয়েছে।  

রোনালদো-মানেদের কারণে আল নাসরের ব্র্যান্ড ভেল্যুও আকাশ ছুঁয়েছে। যে কারণে শীর্ষ কোম্পানিগুলো তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টায় থাকে। সম্প্রতি আল নাসরের অটোমোটিভ পার্টনার হয়েছে মধ্যপ্রাচ্যে 'বিএমডব্লিউ'-এর আমদানিকারক মোহামেদ ইউসুফ নাঘি মোটরস। বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাণকারী এই জার্মান প্রতিষ্ঠানটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিতে আবদ্ধ থাকবে আল নাসর।

আনুষ্ঠানিক চুক্তির পর এবার আল নাসরের পুরো স্কোয়াডকে একটি করে 'বিএমডব্লিউ এক্সএম' মডেলের গাড়ি উপহার দিয়েছে ওই প্রতিষ্ঠান। এই গাড়িটিগুলোর একেকটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা। গাড়িগুলো পার্সোনালাইজড এবং এগুলোর লাইসেন্স প্লেটও ইউনিক। ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের সঙ্গেও একইধরনের চুক্তি করেছে বিএমডব্লিউ। চুক্তির আওতায় খেলোয়াড়রা বিএমডব্লিউ 'আই ফাইভ', 'আই সেভেন' এবং 'এক্সএম'-এর মতো মডেলের গাড়ি ব্যবহার করার সুযোগ পাবেন।  

সৌদি আরবের রাজধানী রিয়াদে উপহার হিসেবে পাওয়া গাড়িটির সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন রোনালদো। আল নাসরও নিজেদের গাড়ির আলাদা ছবি প্রকাশ করেছে। গাড়িগুলোর জন্য আবার দলের ট্রেনিং সেন্টারে আলাদা ইলেকট্রিক চার্জিং পয়েন্টের ব্যবস্থাও করা হয়েছে। জানা গেছে, গাঢ় কালো রঙের যে গাড়িটি রোনালদো ব্যবহার করবেন, তার দাম ১ লাখ ৫৫ হাজার ইউরো। মানেও একই গাড়ি নিয়েছেন।  

তবে রোনালদোর নিজের কালেকশনেই অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে। এর মধ্যে কয়েকটি আবার সুপারকার। ফলে উপহার হিসেবে পাওয়া গাড়িটি তাকে ব্যবহার করতে নাও দেখা যেতে পারে।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।