প্রায় তিন বছরের বেশি সময় ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। দীর্ঘদিন ধরে সংস্কার করার পর স্টেডিয়ামটি মোটামুটি খেলার উপযোগী হয়েছে।
তবে সমস্যার সমাধান করতে স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে ফিলিপস কোম্পানির আধুনিক ফ্লাডলাইট আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাডলাইটের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কয়েক মাস আগেই। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)-এর পরিচালক মাহাবুব আনামের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট স্থাপনের কাজ পেয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানের শর্ত ছিল ফ্লাডলাইট শিপমেন্টের আগে পরিদর্শনের। সেই শর্ত অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ) মাহবুব মোরশেদ সোহেল, জাতীয় ক্রীড়া পরিষদের একজন প্রকৌশলী, ক্রীড়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব স্পেনের মাদ্রিদে গিয়েছিলেন।
সকল কিছু পর্যবেক্ষণ করে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিবাচক সম্মতি দেওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠান দ্রুততার সঙ্গে স্পেন থেকে ফ্লাডলাইট বিমানযোগে ঢাকায় আনার ব্যবস্থা করছে। চলতি সপ্তাহের মধ্যে ফ্লাডলাইট স্পেন থেকে ঢাকায় পৌঁছাবে, এমনটাই জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এআর/এমএইচএম