ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

মেয়েদের ফুটবল/

সৌদি আরব রাজি নয়, সিঙ্গাপুর-মালয়েশিয়ার উত্তরের অপেক্ষায় বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, ডিসেম্বর ২৯, ২০২৪
সৌদি আরব রাজি নয়, সিঙ্গাপুর-মালয়েশিয়ার উত্তরের অপেক্ষায় বাফুফে

নারী জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার জন্য সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারা খেলবে না বলে জানিয়ে দিয়েছে ইতোমধ্যেই।

এবার মালেয়শিয়া এবং সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বাফুফে সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে ম্যাচ খেলার জন্য সৌদি আরবকে প্রস্তাব দিয়েছিলাম। তারা খেলবে না বলে জানিয়েছে। এখন আমরা চিঠি দিয়েছি মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে। তাদের জবাবের অপেক্ষায় আছি। ’ 

ঢাকাতেই ম্যাচ আয়োজন করার চিন্তা রয়েছে বাফুফের। তবে মাঠ সংকটে ঢাকায় ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে তাদের ভাবনায় রয়েছে সিলেট। এ নিয়ে কিরণ বলেন, ‌‘আমরা দেশেই ম্যাচ খেলতে চাই। সেক্ষেত্রে ঢাকায় আয়োজন করা সম্ভব না হলে বিকল্প হিসেবে সিলেটের কথা ভেবে রেখেছি। ’

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।