নারী জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার জন্য সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারা খেলবে না বলে জানিয়ে দিয়েছে ইতোমধ্যেই।
বাফুফে সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে ম্যাচ খেলার জন্য সৌদি আরবকে প্রস্তাব দিয়েছিলাম। তারা খেলবে না বলে জানিয়েছে। এখন আমরা চিঠি দিয়েছি মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে। তাদের জবাবের অপেক্ষায় আছি। ’
ঢাকাতেই ম্যাচ আয়োজন করার চিন্তা রয়েছে বাফুফের। তবে মাঠ সংকটে ঢাকায় ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে তাদের ভাবনায় রয়েছে সিলেট। এ নিয়ে কিরণ বলেন, ‘আমরা দেশেই ম্যাচ খেলতে চাই। সেক্ষেত্রে ঢাকায় আয়োজন করা সম্ভব না হলে বিকল্প হিসেবে সিলেটের কথা ভেবে রেখেছি। ’
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এআর/এমএইচএম