দেশের ফুটবলে মাঠের সংকট নতুন কিছু নয়। এর মধ্যে প্রায় তিন বছর ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে।
তাদের আবেদনের প্রেক্ষিতে ১০ বছরের জন্য স্টেডিয়াম বরাদ্দ দিয়েছিল এনএসসি। এবার সেই বরাদ্দ বাড়িয়ে ২৫ বছর করা হয়েছে।
২০২৫ সালের প্রথম দিনে আজ সুখবরটি পায় বাফুফে। বিষয়টি নিশ্চিত করে এনএসসির সচিব আমিনুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোরকে বলেন, 'চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম প্রথমে ১০ বছরের জন্য বাফুফেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই বরাদ্দের সময় বাড়ানো হয়েছে। ২৫ বছরের জন্য বাফুফেকে এই স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছে। '
'বরাদ্দের সিদ্ধান্ত হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানানো বাকি। এটা শুধুই আনুষ্ঠানিকতা। চিঠিও লেখা হয়ে গেছে। আশা করি, আগামী ২-৩ দিনের মধ্যেই বাফুফে চিঠি হাতে পাবে,' যোগ করেন তিনি।
ফিফার নিয়ম অনুযায়ী, কোনো স্থাপনা যদি ফিফার কোনো সদস্য সংস্থার কমপক্ষে ২০ বছরের অধিকার না থাকে, সেখানে ফিফা বিনিয়োগ করে না। ফলে এই মাঠের আধুনিকায়নের স্বার্থে এবং ফিফার বিনিয়োগ প্রাপ্তির বিষয়টি মাথায় রেখে স্টেডিয়ামটি দীর্ঘ সময়ের জন্য চেয়েছিল বাফুফে।
বাফুফের দাবিতে সাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আগামী ২৫ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামকে বরাদ্দ পেয়েছে ফুটবল ফেডারেশন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এআর/এমএইচএম