ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ফুটবল

দশ জনের সোসিয়েদাদকে উড়িয়ে বার্সার ‘প্রতিশোধ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
দশ জনের সোসিয়েদাদকে উড়িয়ে বার্সার ‘প্রতিশোধ’ ছবি: সংগৃহীত

লা লিগায় আগের দেখায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। নিজেদের মাঠে এবার তারই প্রতিশোধ নিল তারা।

শুরুতেই দশজনে পরিণত হওয়া দলটির জালে একের পর এক বল পাঠাতে শুরু করল তারা। বড় জয়ে শীর্ষস্থান পোক্ত করল দলটি।

গতকাল রাতে অলিম্পিক স্টেডিয়ামে সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। শুরুতেই জেরার্দ মার্তিনের গোলে এগিয়ে যাওয়ার পর দলটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কাসাদো। বিরতির পর বাকি গোল দুটি করেন রোনাল্দ আরাউহো ও রবের্ত লেভানদোভস্কি।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই ধাক্কা খায় সোসিয়েদাদ। সপ্তদশ মিনিটে দানি ওলমোকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন আরিতস এলুসতোন্দো। দশজনের সোসিয়েদাদকে পেয়ে এরপর আক্রমণ চালাতে থাকে বার্সা। ২৫তম মিনিটে এগিয়ে যায় তারা। ওলমোর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন মার্তিন।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কাসাদো। কর্নার থেকে উড়ে আসা বল ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক। কিন্তু বিপদমূক্ত করতে পারেননি। ফিরতি বল বক্সের বাইরে থেকে জোরাল শট নেন ওলমো। ছুটে আসা বল কাসাদোর পা ছুঁয়ে জালে চলে যায়।

বিরতির পর ৫৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সা। লেভানদোভস্কির হেড প্রথমে ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক। ফিরতি বল হেডে জালে পাঠান আরাউহো। চার মিনিট পর গোল পান লেভানদোভস্কি। আরাউহোর শট থেকে আসা বল বক্স থেকে জালে পাঠান পোলিশ এই স্ট্রাইকার।

দারুণ এই জয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করেছে বার্সা। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। আর ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল। ৩৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে সোসিয়েদাদ।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।