ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে বাফুফে সভাপতি-ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
বাংলাদেশ-ভারত ম্যাচের আগে বাফুফে সভাপতি-ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ তাবিথ আউয়াল ও প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ/সংগৃহীত ছবি

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে হবে প্রথম লেগের খেলা।

এরপর ১৮ নভেম্বর ফিরতি লেগের ম্যাচটি হবে ঢাকায়।

এই দুটি ম্যাচের আয়োজন উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং সহ-সভাপতি ফাহাদ করিম।

প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফাহাদ করিম বলেছেন, 'আমাদের মধ্যে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। ফুটবলের মাধ্যমে কীভাবে দুই দেশের সম্পর্কের উন্নয়ন করা যায়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। (এশিয়ান কাপ বাছাইয়ে) আমরা শিলংয়ে গিয়ে খেলবো, ওরা আসবে ঢাকায়। (ম্যাচ দুটিতে) সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে কথা হয়েছে। '

ভারতের মুখোমুখি হওয়ার আগে আগামী ৫ মার্চ প্রস্তুতি ক্যাম্প করতে সৌদি আরব যাবে বাংলাদেশ দল। জামাল ভূঁইয়াদের ভারতের ভিসার কাজও প্রায় সম্পন্ন। দুয়েকদিনের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষে পুরো দল পাসপোর্ট ফিরে পাবে।  

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা হামজা চৌধু্রীর। এরইমধ্যে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। এই দলে জায়গা হয়নি ৩৮ সদস্যের দলে থাকা ৮ জন ফুটবলার- জাহিদ হোসেন শান্ত, ইয়াসিন খান, আনিসুর রহমান জিকো, হাসান মুরাদ, রাব্বী হোসেন রাহুল, রফিকুল ইসলাম, মেহেদি হাসান মিঠু ও সাকিব আল হাসানের।

এই ম্যাচ দিয়ে শেফিল্ড ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার হামজার পাশাপাশি অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে ফাহমিদুল ইসলামের।  ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফরোয়ার্ড।

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য সৌদি আরবে প্রস্তুতি নেবে বাংলাদেশ। অনুশীলনে যোগ দিতে ১৮ মার্চ ঢাকায় আসবেন হামজা। আর ফাহমিদুল সরাসরি সৌদি আরবে দলের সঙ্গে যোগ দেবেন।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৬
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।