দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী এএফসি চ্যালেঞ্জ লিগে তাদের হোম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। আগামী ১২ আগস্ট বিকেল ৫টায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ক্লাবের ম্যানেজার ও বাফুফের নির্বাহী সদস্য সত্যজিৎ দাশ রুপু।
তিনি বলেন, ‘আবাহনী ক্লাবের পক্ষ থেকে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য আবেদন করা হয়েছিল। ফেডারেশন সেই আবেদন অনুমোদন করেছে এবং বিষয়টি এএফসিকেও অবহিত করেছে। ’
এএফসি ক্লাব লাইসেন্সে আবাহনীর হোম ভেন্যু ছিল সিলেট জেলা স্টেডিয়াম। তবে জাতীয় স্টেডিয়ামের মাঠ সংস্কারের পর সেটি খেলার উপযোগী হওয়ায় ক্লাবটি ঢাকায় ম্যাচ আয়োজনের পরিকল্পনা করে। বাফুফেও এই প্রস্তাবে সম্মতি জানায়।
জাতীয় স্টেডিয়ামে আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ শেষে আবার বড় পরিসরে সংস্কার কাজ শুরু হবে। তার আগেই আবাহনীকে একটি ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে বাফুফে। ফলে ২০২১ সালের লিগের পর এই প্রথম ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২০২৩-২৪ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা মোহামেডান। নিয়ম অনুযায়ী তাদেরই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার কথা ছিল। তবে এএফসি ক্লাব লাইসেন্স না থাকায় তারা এই আসরে অংশ নিতে পারছে না। ফলে রানার্সআপ ঢাকা আবাহনী টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে।
এছাড়া, অন্য দেশের কিছু ক্লাব নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তৃতীয় স্থান অর্জনকারী বসুন্ধরা কিংসও এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে।
এআর/আরইউ