ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘১০ বার দেখেছি, প্রতিবারই মনে হয়েছে পেনাল্টি’

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৪
‘১০ বার দেখেছি, প্রতিবারই মনে হয়েছে পেনাল্টি’

ঢাকা: বিশ্বকাপে ব্রাজিল-ক্রোয়েশিয়া প্রথম ম্যাচে পেনাল্টি বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন ব্রাজিলের কোচ লুইস ফিলিপ স্কলারি।
ম্যাচ হারের পর ক্রোয়েশিয়ান কোচ দুষেছেন রেফারি নিশিমুরাকে।



নিশিমুরা ম্যাচের রেফারিংয়ে ভারসাম্য রক্ষা করেন নি দাবি করে ম্যাচ শেষে ক্রোয়েশিয়ান কোচ সংবাদ মাধ্যমকে বলেন, এটা যদি একটি পেনাল্টি হয়, তাহলে আমাদের বাস্কেটবল খেলতে হবে। রেফারি যদি এটা এভাবে চালিয়ে যান তাহলে তাকে ১০০ পেনাল্টি দিতে হবে। আমি মনে করি আড়াইশ’ কোটি মানুষ টিভিতে দেখেছে সেটা পেনাল্টি ছিল না।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এর জবাবে স্কলারি বলেন, লাখ লাখ মানুষ কি পেনাল্টি দেখেনি? রেফারি দেখেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মনে করি এটা পেনাল্টি ছিল। আমি ১০ বার দেখেছি এবং প্রতিবারই মনে হয়েছে এটা পেনাল্টি।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।