ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার মিশন শুরু সোমবার ভোরে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
আর্জেন্টিনার মিশন শুরু সোমবার ভোরে

ঢাকা: বিশ্বকাপের ২০তম আসরের চতুর্থদিনে বাংলাদেশ সময় সোমবার ভোর চারটায় আর্জেন্টিনার মুখোমুখি হবে টুর্নামেন্টে নবাগত দল বসনিয়া-হার্জেগোভিনা।

সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ের দিক থেকে আর্জেন্টিনা ৫ নম্বরে থাকলেও বসনিয়া-হার্জেগোভিনা রয়েছে ২১ নম্বরে।

আর্জেন্টিনা বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের শেষ ১২টি ম্যাচে ৯টিতে জয় পেয়েছে, হেরেছে একটিতে এবং বাকী দুটি ড্র হয়েছে।

এদিকে বিশ্বকাপ কোয়ালিফাইংয়ে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলেছে বসনিয়া-হার্জেগোভিনা, ৩০ বার বল ঢুকিয়েছে প্রতিপক্ষের গোলপোস্টে। আক্রমণাত্মক খেলার পরিকল্পনা নিয়েই তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে বলে জানিয়েছেন দলটির কোচ। তার লক্ষ্য প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করে ম্যাচে জয় পাওয়া।

আর পরিসংখ্যান বলছে, ১৯৯০ সালের বিশ্বকাপে ক্যামেরুনের কাছে হারার পর, মানে গত ২১ বছরে আর কোন আসরের প্রথম ম্যাচে হারেনি আর্জেন্টিনা। এবারও সেই ধারাবাহিকতা রক্ষা করতে মরিয়া দলটি।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।