ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আলজেরিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আলজেরিয়া

ঢাকা: বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আলজেরিয়া।

খেলার ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন আলজেরিয়ার প্লেমেকার ফেঘুলি।

বেলজিয়াম ডিফেন্ডর ভ্যান ভার্তোনেঘেন ডিবক্সের ভেতরে ফেঘুলিকে ফাউল করলে পেনাল্টির ‍বাঁশি বাজান রেফারি। হলুদ ‍কার্ড দেখেন ভার্তোনেঘেন।

পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি আলজেরিয়ার ১০ নম্বর জার্সিধারী ফেঘুলি।

এরপর খেলার নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। তবে তাদের একের পর এক আক্রমণ আলজেরিয়ার রক্ষণভাগের দৃঢ়তায় প্রতিহত হয়। ।

৩৯ মিনিটে ডি ব্রাউনের ফ্রিকিক থেকে বল পেয়ে ভার্তোনেঘেনের শট গোলবারের উপর দিয়ে চলে যায়।



গোল পরিশোধে মরিয়া বেলজিয়ামকে খেলার প্রথমার্ধের ব‍াকি সময়টুকু হতাশই হতে হয়।

এর আগে খেলার শুরু থেকেই তারকাপূর্ণ বেলজিয়ামকে চাপে রেখে বল পজেশনে এগিয়ে থাকে আলজেরিয়া।

৮ মিনিট পর্যন্ত কোনো দলই বিপক্ষ দলের গোলবারে একটিও শট নিতে পারেনি।   এসময় পর্যন্ত আলজেরিয়া ৫৪ শতাংশ বলের দখল রাখে মাঠে।

খেলার ১০ মিনিটে মিডফিল্ডার হ্যাজার্ড, ডি ব্রাউন ও নেসার চাদলির সমন্বয়ে আক্রমণে যায় বেলজিয়াম। তবে আলজেরিয়ার রক্ষণভাগ সহজেই সে আক্রমণ প্রতিহত করে।

এরপর বেলজিয়াম মাঝমাঠের নিয়ন্ত্রণ ফিরে পায়। ১৮ মিনিটে বাইটেন দূর থেকে শট নিয়ে গোল করার চেষ্টা করেন, কিন্তু আলজেরিয়ার ডিফেন্ডারের পায়ে লেগে বল মাঠের বাইরে চলে যায়।

খেলার ২১ মিনিট উইটসেলের জোরালো শট ফিরিয়ে দেন আলজেরিয়া গোলরক্ষক মা’বোলহি। উইটসেলের এই শটটিই এ ম্যাচের প্রথম অনশট।


বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।