ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ক্ষেপেছেন ম্যারাডোনা!

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুন ২২, ২০১৪
ক্ষেপেছেন ম্যারাডোনা!

ভীষণ ক্ষেপেছেন ম্যারাডোনা। ফিফাকে এক হাত নিয়েছেন তিনি।

আর তা কোস্টারিকার জন্য। বিশ্বকাপের অনেক অঘটনের মধ্যে একটি কোস্টারিকার কাছে ইতালির হার। তবে সেই হারের পর ফিফা যখন দলটির সাত খেলোয়াড়ের শরীরে ড্রাগ টেস্ট করানোর নির্দেশ দেয় তাতেই ক্ষেপে যান সাবেক আর্জেন্টাইন অধিনায়ক ফুটবল লিজেন্ড দিয়াগো ম্যারাডোনা।

ম্যারাডোনা বলেন, আন্তর্জাতিক ফুটবল কর্তৃপক্ষ একটি দলের যোগ্যতার প্রতি অসম্মান দেখালো এই নির্দেশনা দিয়ে।



ওই ম্যাচের পর ইতালিরও দুই খেলোয়াড়ের ড্রাগ টেস্ট নেওয়া হয়। ম্যারাডোনার বক্তব্য হচ্ছে, যদি কোস্টারিকার সাত খেলোয়াড়কে এই পরীক্ষার আওতায় আনা হবে, তাহলে ইতালিরও সাত খেলোয়াড় নয় কেনো।

তিনি বলেন, এটা স্রেফ কোস্টারিকার কাছে ইতালির মতো জায়ান্ট দল হেরে যাওয়ায় প্রতিহিংসা পরায়ন সিদ্ধান্ত।
maradona_002
যেটা হলো, তা বিধি বহির্ভূত। আমার ক্ষেত্রেও এমনটি হয়েছে। আমি এর ভুক্তভোগী তাই আমি জানি, বলেন ম্যারাডোনা।

ডোপ টেস্টে সাত জন কোস্টারিকানকে হাজির করানো প্রমাণ করে ফিফা খেলোয়াড়দের সম্মান দেখাতে জানে না।

কোস্টারিকা অসাধারণ খেলেই সামনে এগিয়েছে। তাদের গ্রুপে তিনটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল রয়েছে, তাদের হারিয়েই এগিয়েছে কারণ তারা ভালো ফুটবল খেলে, মত ম্যারাডোনার।     

বাংলাদেশ সময় ১২৪১ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।