ঢাকা: আলজেরিয়ান মেসি নামে খ্যাত জাবু’র গোলে ৩-০ তে এগিয়ে আলজেরিয়া। খেলার ৩৮ মিনিটে বিশ্বকাপে তার প্রথম গোল করেন।
এর আগে দুই মিনিটের ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে দুই গোল দিয়েছে আলজেরিয়া। ২৬ মিনিটে স্লিমানির গোলে এগিয়ে ১-০ তে এগিয়ে যায় আলজেরিয়া। এরপর ২৭ মিনিটে রফিক হালিচের হেড থেকে ২-০ গোলের ব্যবধান তৈরি করে আলজেরিয়া।
এর আগে খেলার শুরুতেই ৪ মিনিটে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আলজেরিয়া। কিন্তু মিডফিল্ডার ব্রাহিমির শট গোলবারের উপর দিয়ে চলে যায়।
এরপর ৯ মিনিটে স্ট্রাইকার স্লিমানির শট সাইড নেটে লাগলে আবারও গোলবঞ্চিত হয় আলজেরিয়া।
ম্যাচের ২০ মিনিট পর্যন্ত আলজেরিয়ার নিয়ন্ত্রণে খেলা চললেও গোল করার মতো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় আক্রমণভাগের খেলোয়াড়রা। দ.কোরিয়ার রক্ষণাত্মক মনোভাবের কাছে পরাস্ত হতে হয় আলজেরিয়ান ফরোয়ার্ডদের।
খেলার ২১ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পান আলজেরিয়ান স্ট্রাইকার স্লিমানি।
খেলার প্রথম ৩০ মিনিট শেষে ৬১শতাংশ বল পজেশন নিয়ে দ.কোরিয়ার ওপর চাপ তৈরি করছে। ইতোমধ্যেই আফ্রিকার দেশটি দ.কোরিয়ার গোলবারের উদ্দেশ্যে ১০টি শট নিয়েছে, তবে এরমধ্যে দুটিও শট থেকে দুটি গোল করে আলজেরিয়ানরা। অন্যদিকে দ.কোরিয়া একটিও শট করতে পারেনি আলজেরিয়ার গোলে।
রোববার রাত ১টায় ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রের বেইরা-রিও স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
আগের ম্যাচে রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দক্ষিণ কোরিয়া। আর নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয় আলজেরিয়া।
দক্ষিণ কোরিয়া একাদশ:
জুং সুং-রিয়ং (১), ইউন সুকিয়ং (৩), কিম ইয়ং-গন (৫), সন হিউং-মিন (৯), পার্ক চু ইয়ং (১০), লি ইয়ং (১২), কু জা-চেওল (১৩), হ্যান কুক-ইয়ং (১৪), কি সুং-ইউয়েং (১৬), হং জেয়ং-হো (২০) ও লিচুং-ইয়ং (১৭)।
কোচ: হং মিউংবো (কোরিয়া)
আলজেরিয়া একাদশ:
রাইস মা’বোলহি (২৩), মজিদ বুঘেরা (২), রফিক হালিচ (৫), জামল মেসবাহ (৬), সোফিনে ফেঘুলি (১০), ইয়াসিন ব্রাহিমি (১১), কার্ল মেদিয়ানি (১২), ইসলাম স্লিমানি (১৩), নাবিল বেনতালেব (১৪), মোহাম্মদ জেমামুচে (১৬), লিয়াসিন কাডামুরো (১৭), আইসা মান্ডি (২০)।
কোচ: হালিল হদিস বাহিত (বাহরাইন)।
বাংলাদেশ সময়: ০১৮২ ঘণ্টা, জুন ২২, ২০১৪