ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

রেফারির ভুলের শিকার ইতালি: নেস্তা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
রেফারির ভুলের শিকার ইতালি: নেস্তা

ঢাকা: সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এবং ইংল্যান্ড গ্রুপ অব ডেথ থেকে বিদায় নিল। ইতালির বিদায়ে লাল কার্ড নাটকীয়তা নতুন মাত্রা যোগ করল।

উরুগুয়ের সাথে গ্রুপের শেষ ম্যাচে ওই লাল কার্ডই হারের কারণ বলে মনে করেন আ্যালেকসান্দ্রে নেস্তা।

উরুগুয়ের সাথে ক্লাডিও মারসিসকোকে রেফারির লাল কার্ড সিদ্ধান্তকে ভুল বলছেন এই ৩৮ বছর বয়সী তারকা খেলোয়াড়। সুয়ারেজদের সাথে বাঁচা মরার লড়াইয়ে মেক্স্রিকান রেফারি মার্কো রদ্রিগেজ মিডফিল্ডার ক্লাদিও মাসিয়াকে লাল কার্ড দেখায়। রেফারির এই লাল কার্ডের সিদ্ধান্তকে ভুল মনে হয়েছে নেস্তার কাছে।

উরুগুয়ের বিপক্ষে ইতালি তাদের স্বাভাবিক খেলাটাই খেলছিল। জয়ের জন্যই মাঠে নেমেছিল ইতালি, কিন্তু রেফারির ভুল বাঁশি বাজানোই বিশ্বকাপ থেকে ছিটকে দিল বলে মনে করেন এই সেন্ট্রাল ডিফেন্ডার। শুধু গ্রথম ম্যাচ বাদে সব ম্যাচেই আমাদের বিপক্ষে রেফারির ভুল সিদ্ধার্ন্ত ছিল।

আমারা বিশ্বকাপে ভালই শুরু করেছিলাম। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আমাদের সামর্থ্যরে প্রমাণ রেখেছিলাম। দলে বেশ কিছু সিনিয়র এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এই আসরে মারিও বালোতেল্লি দেখিয়েছে তার প্রতিভা।

বুফন এখনও সেরাটার দিয়ে যাচ্ছে গোলপোস্টের নিচে। এমনকি উরুগুয়ের সাথেও নিজের সেরা খেলাটাই খেলেছে বুফন। এই ধরনের ভুলের জন্যই আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গেলাম।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ২৫ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet