ঢাকা: গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হারের পরও নকআউটে ওঠার সম্ভাবনা ছিল। আর সেটি নির্ভর করছিল ২০ জুনের কোস্টারিকা-ইতালি ম্যাচের ওপর।
প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্বে কোনো পয়েন্ট না পাওয়া ইংল্যান্ড সোমবার শেষ ম্যাচে ঘানার বিপক্ষে মাঠে নামে। অন্তত কিছু একটা প্রাপ্তি নিয়ে দেশে ফিরে যাওয়ার লক্ষ্যে নামা ওই ম্যাচ গোল শূন্য ড্র করে বিশ্বকাপ থেকে ১ পয়েন্ট নিয়ে বিদায় নেয় তারা।
বিশ্বকাপের এবারের আসরে মাত্র ১ পয়েন্ট নিয়ে বিদায়ের নেওয়ার মাধ্যমে বিশ্বকাপে বেশ কিছু রেকর্ডও করল ইংল্যান্ড।
বিশ্বকাপে এই প্রথম গ্রুপ পর্বের প্রথম দুই খেলায় জয় পায়নি ইংল্যান্ড।
১৯৫৮ সালের পর এই প্রথম ইংল্যান্ডকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে। এছাড়া ১৯৫৮ সালের পর এবারই বিশ্বকাপে কোনো জয় ছাড়া মাঠ ছাড়ে ইংলিশরা।
১৯৫০ সালে বিশ্বকাপে অংশগ্রহণের পর এই প্রথম গ্রুপ পর্বে দুই গোল পেল ইংল্যান্ড।
কোস্টারিকার সঙ্গে সোমবারের ম্যাচ ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপে সর্বোচ্চ ১১ ড্রয়ের রেকর্ড ইংল্যান্ডের।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৪