ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

অনুপ্রেরণার ম্যাচে নিখুঁত খেলতে চায় ফ্রান্স

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
অনুপ্রেরণার ম্যাচে নিখুঁত খেলতে চায় ফ্রান্স

ঢাকা: সিক্সটিন রাউন্ডে খেলার যোগ্যতা বেশ আগে থেকেই অর্জন করেছে ’৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। এরপর বিশ্বকাপে তেমন ভালো করতে পারেনি ফরাসিরা।



ব্রাজিল বিশ্বকাপের ‘ই’ গ্রুপে নিজেদের তৃতীয় খেলায় ইকুয়েডরের বিপক্ষে গোল করতে পারলে দলটির জন্য অনুপ্রেরণা হয়ে থাকতে পারে।

বুধবার বাংলাদেশ সময় রাত ২টার দিকে ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের মুখোমুখি হবে দুই ম্যাচে জয় নিয়ে গ্রুপে এগিয়ে থাকা ফ্রান্স।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলার পারফরম্যান্সে বিশ্বকাপ জেতার ‘ডার্ক হর্স’ হিসেবেই মনে করছেন ফুটবল বোদ্ধারা।

কোচ দিদেয়ার দেশম বলেন, নকআউট পর্বে খেলতে হলে এই ম্যাচে বেশ নিখুঁতভাবে খেলতে হবে। আমরা চাই ভালো খেলে জয় নিয়ে দলের অনুপ্রেরণাটা অব্যাহত থাকবে।

গ্রুপ পর্বের দুই খেলায় আটটি গোল করেছে ফ্রান্স, সুইজারল্যান্ডের বিপক্ষেও শেষ দিকে বেশ আক্রণাত্মক ছিলেন দিদেয়ার দেশামের দল। এক্ষেত্রে দলে স্থান পাওয়া নতুনরা বেশ আগ্রহ নিয়ে খেলেছেন।

বিশেষ করে করিম বেনজেমা সর্বোচ্চ আস্থা নিয়ে বিপক্ষকে ঘায়েল করতে এগিয়ে ছিলেন।

আগের ম্যাচগুলোর মতো সাফল্যের ধারা অব্যাহত রাখতে ইকুয়েডরের বিপক্ষেও ‘পরিবর্তন’ কৌশল নিতে ফরাসি কোচ দেশম।

দুই হলুদ কার্ডে সাসপেন্ড থাকা ইয়োহান ক্যাবায়ে এর পরিবর্তে একাদশে আসতে পারেন রিও মাভুয়া ও মুসা সিসোকে।

অন্যদিকে চোট সমস্যায় ভোগা রক্ষণভাগের খেলোয়াড় মামাদু সাখো ম্যাচে নাও থাকতে পারেন। সেক্ষেত্রে লঁরেন্ত কোসসিয়েলনিকে খেলাতে পারেন দেশম।

এদিকে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের দুর্ভাগ্যজনক পরাজয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা ইকুয়েডরও নকআউট পর্বের আশা জিইয়ে রেখেছে মনে।

দ্বিতীয় ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে প্রথমে পিছিয়ে থেকেও জয় তুলে নেয় প্রশান্ত মহাস‍াগর তীরের এই দেশটি।

জোড়া গোল করে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন রুয়েদা রেইনালদোর শিষ্যরা। হন্ডুরাসের বিপক্ষে দলের হয়ে দুইটি গোলই করেন স্ট্রাইকার ইনার ভ্যালেন্সিয়া।

তাকে ঘিরে বুধবারের ম্যাচেও ফরাসিদের বিপক্ষেও আশা জাগিয়ে রাখছেন কোচ রুয়েদা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet