ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রজার মিলার রেকর্ড ভাঙলেন মন্ড্রাগন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
রজার মিলার রেকর্ড ভাঙলেন মন্ড্রাগন ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যামেরুনের মহাতারকা রজার মিলাকে ছাড়িয়ে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেললেন কলম্বিয়ার গোলরক্ষক ফ্যারিড মন্দ্রাগন।

গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে কলম্বিয়ার শেষ ম্যাচে খেলার ৮৫ মিনিটে নিয়মিত গোলরক্ষক ডেভিড অসপিনার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মন্ড্রাগন।

চলতি মাসের ২১ তারিখে তিনি ৪৩ বছরে পা দিয়েছেন।

১৯৯৪ বিশ্বকাপে রজার মিলা ক্যামেরুনের হয়ে ৪২ বছর ১ মাস ৮ দিন বয়সে নিজের শেষ ম্যাচটি খেলেন।

মন্ড্রাগন শুধুমাত্র সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডই গড়েননি, একই সঙ্গে তিনি সবচেয়ে বেশিদিনের ব্যবধানে বিশ্বকাপে মাঠে নামার রেকর্ডেরও দখল নিয়েছেন। মন্ড্রাগন ১৬ বছর আগে সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে খেলেছিলেন, এরপর চলতি বিশ্বকাপে আবার মাঠে নামলেন।

এর আগে সবচেয়ে বেশিদিনের ব্যবধানে মাঠে নেমেছিলেন সুইজারল্যান্ডে খেলোয়াড় আলফ্রেড বিকেল। তিনি ১৯৩৮ বিশ্বকাপের পর ১২ বছরের ব্যবধানে আবার মাঠে নেমেছিলেন ১৯৫০ বিশ্বকাপে।

কলম্বিয়ার হয়ে ৫৭টি ম্যাচ খেলা মন্ড্রাগন ব্রাজিল বিশ্বকাপের পরেই অবসর নেবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।