ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

জার্মানি-যুক্তরাষ্ট্র

আক্রমণ পাল্টা আক্রমণে গোলশূন্য প্রথমার্ধ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
আক্রমণ পাল্টা আক্রমণে গোলশূন্য প্রথমার্ধ

ঢাকা: প্রথমার্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে চেপে ধরে জার্মানি। একের পর এক আক্রমণে গিয়েও দেখা পায়নি সাফল্যের।

১৫ মিনিট পর থেকে পাল্ট‍া আক্রমণে যাওয়া যুক্তরাষ্ট্রও প্রথমার্ধে জার্মানির জালে কোনো বল জড়াতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য।

প্রথমার্ধে জার্মানি ৬০ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে, আর যুক্তরাষ্ট্রের দখলে থাকে ৪০ শতাংশ। এছাড়া প্রথমার্ধের ৯টি ফাউলের মধ্যে যুক্তরাষ্ট্র করে ৬টি।

খেলার দ্বিতীয় মিনিটেই সংঘবদ্ধ আক্রমণে যায় জার্মানি। এসময় পোডলস্কির শট গোলবার লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিটে বোয়াতেংয়ের দুর্বল শট তালুবন্দি করেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক হাওয়ার্ড।

১০ মিনিটে যুক্তরাষ্ট্রের জনসনকে ফাউল করায় ম্যাচের প্রথম হলুদ কার্ড পান জার্মানির হাউদেস।



১৩ মিনিটের মাথায় জার্মানির আরও একটি আক্রমণ ফিরিয়ে দেন গঞ্জালেজ। পরবর্তী মিনিটে ফের মুলারকে আটকে দেন তিনি। এরপর ১৮ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে অনেকটা একা পেলেও অফসাইডের ফাঁদে পা দেন মুলার।

তবে পরবর্তী মিনিটে আক্রমণে যাওয়া যুক্তরাষ্ট্রের বিসলের দুর্বল শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২২ মিনিটে ফের লক্ষ্যভ্রষ্ট হয় জুসি’র শট। ২৫ মিনিটে ফের অফসাইডের ফাঁদে পড়েন মুলার। ৩৫ মিনিটে গোলবার লক্ষ্য করে ওজিলের করা শট আটকে দেন হাওয়ার্ড।

৩৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পান উক্তরাষ্ট্রের গঞ্জালেজ। ৩৯ মিনিটে পোডলস্কির মাইনাস অপরপ্রান্তে পৌঁছানোর আগেই আটকে দেন হাওয়ার্ড।   

৪২ মিনিটে জোনসের ফাউল থেকে পাওয়া ফ্রি কিকেও গোল পায়নি জার্মানি। ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের সংঘবদ্ধ একটি আক্রমণ ভুল পাসের কারণে নিস্ফল থাকে।

গোৎজে ও খেদিরাকে বসিয়ে শের্য়াইনস্টাইগার, পডলস্কিকে মূল একাদশে নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামে র্জামানি।

জি গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার লক্ষ্যে রেসিফের অ্যারিনা পারনামবুকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় জার্মানি-যুক্তরাষ্ট্র ম্যাচ শুরু হয়। একই সময়ে অপর খেলায় পর্তুগাল মুখোমুখি হয়েছে ঘানার।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দল দু’টি (র্জামানি-যুক্তরাষ্ট্র) একটিতে জয় পায় ও একটি ড্র করে। এর ফলে এ ম্যাচে জয়ী দল নকআউটের টিকিট পাবে।

তবে ফলাফল ড্র হলেও দুই দলই নকআউট পর্ব নিশ্চিত করবে। পর্তুগাল-ঘানা ম্যাচের ফল তাদের ওপর কোনো ফেলবে না।

জার্মানি ও যুক্তরাষ্ট্র দু’টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। জার্মানির মূল একাদশে গোৎজে ও খেদিরাকে বসিয়ে নামানো হয়েছে শের্য়াইনস্টাইগার ও পডলস্কিকে।

মূল একাদশে দু’টি পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রও। ক্যামেরুন ও বিদোয়াকে বসিয়ে নামানে হয়েছে গঞ্জালেজ ও ডেভিসকে।

জোয়াকিম ল্যোর তত্ত্বাবধানে জার্মানি একাদশে খেলছেন- ন্যুয়ের, বোয়াতেং, হুমেলস, হাউদেস, লাম, মোর্তেসেকার, শের্য়াইনস্টাইগার, ওজিল, ক্রুস, পডলস্কি ও মুলার।

জোয়াকিম ল্যোর ‘গুরু’ হর্য়ুগেন ক্লিন্সম্যানের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র একাদশে খেলছেন- হাওয়ার্ড, গঞ্জালেজ, বিসলে, বিসলার, জনসন, ব্র্যাডলি, জোনস, বেকারম্যান, ডেভিস, জুসি ও ডাম্পসি।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।