ঢাকা: সোমবার বিশ্বকাপের নক আউট পর্বের লড়াইয়ে মাঠে নামবে জোয়াকিম লো’র জার্মানি। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট আলজেরিয়া।
পোর্তো আলেগ্রেতে এই ম্যাচে খেলতে পারবেন না জার্মানি ফরোয়ার্ড লুকাস পোডলস্কি। উরুর চোটের কারণে এ ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে।
২৯ বছর বয়সী পোডলস্কি গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার সময় চোট পান। সে ম্যাচে জার্মানরা জিতেছিল ১-০ গোলে। ম্যাচ শেষে পোডলস্কির এমআরআই স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্টে তার চোটকে গুরুতর হিসেবে দেখা যায়।
জার্মানি কোচ জোয়াকিম লো বলেছেন, ‘পোডলস্কির দুই-তিন দিনের জন্য বিশ্রামের প্রয়োজন। তবে জার্মানি কোয়ার্টার ফাইনালে যেতে পারলে তার খেলতে আর সমস্যা হবে না। ’
পোডলস্কি জার্মানির হয়ে খেলেছেন ১১৬টি ম্যাচ। গোল করেছেন ৪৭টি। আর্সেনালের এই ফরোয়ার্ড খেলতে না পারলে তার যায়গায় দেখা যাবে বায়ার্ন মিউনিখের মারিও গোতজেকে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ৩০ জুন ২০১৪