ঢাকা: কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান মনে করেন, পেনাল্টি শুট আউটে চিলিকে হারানোর পর ব্রাজিলের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়ার কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেও মনে করেন তিনি।
আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে পেকারম্যান বলেন, একটি কঠিন ম্যাচ থেকে জয় পাওয়ার পর স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়, ব্রাজিলেরও তাই হয়েছে।
ব্রাজিল ও কলম্বিয়া একই ধরণের ফুটবল খেলে মন্তব্য করে কোয়ার্টার ফাইনালের ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, আমরা জানি ব্রাজিলের শক্তি ও সম্ভাবনার কথা, তাই তাদের বিপক্ষে একটি দারুণ ম্যাচ হতে যাচ্ছে।
নিজের দল কলম্বিয়া প্রসঙ্গে আর্জেন্টাইন এই কোচ বলেন, আমরা দলগতভাবে খুব ভালো খেলছি কিন্তু আমরা জানি সামনের ম্যাচটি খুব কঠিন হতে যাচ্ছে। আমাদের বিপদে ফেলার সব দক্ষতাই ব্রাজিলের রয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৪