ময়মনসিংহ: সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মনিরা ন্যান্সি আর্জেন্টিনার কট্টর সমর্থক।
ঈদকে ঘিরে অ্যালবামের ব্যস্ততা থাকলেও আর্জেন্টিনার ম্যাচগুলো দেখতে ভুল করেন না।
বর্তমানে ঢাকায় অবস্থান করা ন্যান্সি বলেন, স্বামী, ছোটভাই ও বড় মেয়েকে সঙ্গে নিয়ে একসঙ্গে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ দেখবো। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আজ আবার মেসি জ্বলে উঠবেন। গোল তো করবেনই। প্রথমবারের মতো হ্যাট্রিক হলে আরো ভালো হয়। ’
মঙ্গলবার দুপুরে বাংলানিউজের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় ন্যান্সি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘মেসি ৩ ম্যাচে ৪ গোল করেছে। এ ফুটবল যাদুকরই আর্জেন্টিনার স্বপ্নের বিশ্বকাপ শিরোপার মূল কাণ্ডারি হবেন। ’
ন্যান্সির ছোটভাই সানি আবার ব্রাজিলের সমর্থক। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আর্জেন্টিনার বেশিরভাগ খেলাই অনেক মজা করে দেখি। যখন আমরা (আর্জেন্টিনা) গোল খাই, তখন আমার ছোটভাই হৈ হৈ করে চিৎকার দিয়ে ওঠে। আবার প্রতিপক্ষকে আর্জেন্টিনা গোল দিলে ও চুপ হয়ে যায়। আমরা উল্লাসে মেতে উঠি। ’
আত্মবিশ্বাসের সঙ্গে ন্যান্সি বলেন, ‘ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়েছেন। এবার মেসির হাত ধরে আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলবে। ’
রোমান্টিক গানে কণ্ঠ দিয়ে তুমুল শ্রোতাপ্রিয়তা অর্জন করা ন্যান্সি’র সপ্তাহখানেকের মধ্যেই অনলাইনে ঈদ অ্যালবাম প্রকাশিত হচ্ছে বলেও জানান তিনি।
স্ত্রী ন্যান্সির মতো তার স্বামী ময়মনসিংহ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদ বলেন, ‘মেসি প্রতিটি ম্যাচেই তার পায়ের যাদু দিয়ে গোটা বিশ্বকে বিমোহিত করেছেন। আজ মেসির আগুনে পুড়বে সুইসরা। ’
জন্মসূত্রে যশোরের মেয়ে হলেও ন্যান্সি বেড়ে উঠেছেন সোমেশ্বরী নদী পাড়ের নেত্রকোণায়। পরে জনপ্রিয় এ কণ্ঠশিল্পী ২০১৩ সালের ৪ মার্চ ময়মনসিংহ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে পারিবারিকভাবে বিয়ে করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪