ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

৬ পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বেলজিয়াম

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
৬ পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বেলজিয়াম

ঢাকা: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নকআউট পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাত ২টায় মুখোমুখি হচ্ছে ‘রেড ডেভিলস’ খ্যাত বেলজিয়‍াম ও যুক্তরাষ্ট্র।

সালভাদরের অ্যারিনা ফন্তে নোভা স্টেডিয়ামের এ ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনার।



বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচে মাঠে মূল রেফারির দায়িত্ব পালন করবেন আলজেরিয়ার জামিল হাইমৌদি।

এর আগে দল দু’টির পাঁচবারের মুখোমুখিতে চারবারই জয় তুলে নেয় বেলজিয়াম।

গ্রুপ পর্বে নিজেদের তিন খেলায় জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠে রেড ডেভিলসরা। গ্রুপ পর্বে তারা হারায় আলজেরিয়া, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াকে।

অন্যদিকে, এক জয়, এক ড্র এবং এক পরাজয়ের পরও নকআউটে ওঠে ইর্য়ুগেন ক্লিন্সম্যানের শীর্ষরা।

অধিনায়ক কোম্পানিসহ বেলজিয়ামের মূল দলের বিশ্রামে থাকা ৬ জন দলে ফিরেছেন। আর যুক্তরাষ্ট্রের মূল একাদশে দু’টি পরিবর্তন আনা হয়েছে।

নিয়ে মঙ্গলবারের ম্যাচে বেলজিয়ামের হয়ে মাঠে নামবেন যারা- কোরতোয়া (গোলরক্ষক), অল্ডারভেইন্ড, কম্পানি, ভরতানঘেন, ওইসেল, ডি ব্রুয়েন, ফেলাইনি, হেজার্ড, মের্টেনস, ভ্যান বাইতেন এবং ওরিঘি।

যুক্তরাষ্ট্রের পক্ষে মাঠে নামবেন- হাওয়ার্ড (গোলরক্ষক), গঞ্জালেজ, ব্র্যাডলি, বিসলার, বিসলে, ড্যাম্পসি, বিদৌয়া, জোনস, জুসি, ক্যামেরুন এবং জনসন।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।