ঢাকা: অধিনায়ক ও দলের সুপার হিরো লিওনেল মেসির বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করলেন আর্জেন্টাইন কোচ সাবেলা। যোগ্য দল হিসেবেই তারা জিতেছেন বলে মনে করেন তিনি।
ম্যাচ পরবর্তী মেসির প্রতিক্রিয়ার পর সাবেলা বলেন, আমি অধিনায়কের সঙ্গে একমত নই। আমাদের দল যথেষ্ট শক্তিশালী ছিল। এই ম্যাচে আমরাই জয়ের জন্য যোগ্য ছিলাম। এমনকি প্রথমার্ধে তারা দুটো শক্তিশালী আক্রমণ করেছে কিন্তু দ্বিতীয়ার্ধে স্পষ্টভাবে আমরা ছিলাম অপ্রতিদ্বন্দ্বী।
ম্যাচের পর ভাগ্যের সহায়তায় জয় পেয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান মেসি। সাবেলা বলেন, আমরা পাঁচ ছয়টি ভালো শট নিয়েছি। অতিরিক্ত সময়ে আমরা আরও সুযোগ পেয়েছি। জয়ের যোগ্য আমরাই এবং সেটা প্রথম ৯০ মিনিটেই আমাদের জয় পাওয়া উচিত ছিল।
একজন মেসির উপর নির্ভরতা নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হওয়া সাবেলা বলেন, খেলা অতিরিক্ত সময় গড়ালেও মেসি মাঠে দৌড়াতে সক্ষম ছিলেন। পুরো দলই দক্ষতার সঙ্গে খেলেছে।
সাবেলা আরও বলেন, আমাদের আপাতত টার্গেট পরের ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়া।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪