ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের বিপক্ষে চাপ নেই: রদ্রিগেজ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
ব্রাজিলের বিপক্ষে চাপ নেই: রদ্রিগেজ ছবি: সংগৃহীত

ঢাকা: এবারের বিশ্বকাপে মোট পাঁচ গোল করে এখন পর্যন্ত এককভাবে গোলদাতাদের শীর্ষে থাকা কলম্বিয়ার উইঙ্গার জেমস রদ্রিগেজ বলেছেন ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তারা কোনো চাপ অনুভব করবেন না।

৪ জুলাই স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে কলম্বিয়া।

চরম উত্তেজনার এই ম্যাচটিকে মোনাকোর প্লেমেকার বলছেন ‘চাপহীন ম্যাচ’। তিনি বলেন, ‘এখানে কোনো চাপ নেই। আমাদের ভাল কিছু খেলোয়াড় রয়েছে, আর তারা ভয়ঙ্কর কিছু করে দেখাবে। এটা একটা ভাল ম্যাচ হতে চলেছে। ’

২২ বছর বয়সী রদ্রিগেজ বলেন, ‘অবশ্যই আমরা ব্রাজিলকে নিবিড়ভাবে দেখছি। তাদের বেশ কিছু ভাল মানের খেলোয়াড় রয়েছে। কিন্তু তারাও আমাদের খুঁটিয়ে দেখছে যতটা সম্ভব। ’

নিজেদের চাপহীন মনে করে দেশের হয়ে ২৬ ম্যাচে ১০ গোল করা রদ্রিগেজ আরো বলেন, ‘আমরা জানি ব্রাজিলের বিপক্ষে কি করতে হবে। উল্টো তারাই চাপে থাকবে। কারণ তারা ফেভারিট হিসেবে বিশ্বমঞ্চে নেমেছে। আর তারা আসরের শেষ ম্যাচে মাঠে নামতে চায়। ’

সাবেক ক্লাব পোর্তোর হয়ে ৬৩ ম্যাচে ২৫ গোল করা কলম্বিয়ান এই তারকা ব্রাজিলের চাপ নিয়ে খেলার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ‘সম্ভাবণাময় দল যখন ম্যাচের ফল পেতে চায় অথচ প্রত্যাশা অনুযায়ী তা খুঁজে পায়না, তখন তারা তাদের সেরা খেলাটা মাঠে দিতে পারেনা। ’

নকআউট পর্বের প্রথম খেলায় স্বাগতিক ব্রাজিল পেনাল্টিতে ৩-২ গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। আর উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ২ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।