ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আমি মেসির মানের নই, স্বীকারোক্তি হ্যাজার্ডের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
আমি মেসির মানের নই, স্বীকারোক্তি হ্যাজার্ডের লিওনেল মেসি ও ইডেন হ্যাজার্ড

ঢাকা: নিজেকে আর্জেন্টাইন বিস্ময়বালক লিওনেল মেসির ম‍ানের খেলোয়াড় মনে করেন না বেলজিয়াম ফুটবল দলের মিডফিল্ডার ইডেন হ্যাজার্ড।

আগামী ৫ জুলাই শনিবার আর্জেন্টিনার বিপক্ষে মাঠের নামার তিন দিন আগেই এমন স্বীকারোক্তি দিলেন ইংলিশ ক্লাব চেলসির এ উইঙ্গার।



ফুটবল বোদ্ধারা মনে করছেন, কোয়ার্টার ফাইনালে মূলত মেসি ও হ্যাজার্ডের মধ্যেই লড়াই হবে। তারা দু’জনেই ম্যাচের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখবেন।

হ্যাজার্ড বলেন, চারবার ফিফা বর্ষ সেরা খেলোয়াড় মনোনীত হওয়া মেসির মানের হতে আমাকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে।

তিনি বলেন, আমি মেসির মানের খেলোয়াড়দের সমীহ করি। আমি এখনও সে মানে পৌঁছাইনি। আমার হাতে সময় আছে, সেমিফাইনাল আমার লক্ষ্য।

আর্জেন্টিনা দলের প্রশংসা করে হ্যাজার্ড বলেন, তাদের শুধু মেসিই নেই, একটি ভালো ফুটবল দলও আছে। মেসির মধ্যে অনেক কিছু আছে। তিনি একাই যে কোনো সময় ম্যাচের ভাগ্য পাল্টে দিতে পারেন।

মঙ্গলবার নকআউট পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ‘রেড ডেভিলস’ খ্যাত বেলজিয়াম। ম্যাচের তিনটি গোলই হয় অতিরিক্ত সময়ে।

তার আগে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে সেরা আট নিশ্চিত করে শিরোপার দাবিদার আর্জেন্টাইনরা।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।