ঢাকা: বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখানোয় কলম্বিয়ান স্ট্রাইকার রদ্রিগেজকে প্রশংসা করে অভিনন্দন জানালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। পাশাপাশি ছোটখাট একটি হুমকিও দিলেন এই বার্সা তারকা।
২২ বছর বয়সী রদ্রিগেজ ইতোমধ্যে টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচ গোল করে দলকে টেনে এনেছেন কোয়ার্টার ফাইনালে। গোল করতে সহায়তা করেছেন দুটিতে।
শুক্রবার অনুষ্ঠেয় ম্যাচের আগে ব্রাজিল তারকার কাছ থেকে পাওয়া অভিনন্দন বাড়তি প্রেরণাই যোগাবে তাকে।
ব্রাজিল দলের দ্বিতীয় গোলরক্ষক ভিক্টর বলেন, ২২ বছর বয়সী এই কলম্বিয়ানের পারফরমেন্স ‘বিশেষ’ কিছু ছিল নয়। ঠিক এর পরিদনই নেইমার রদ্রিগেজকে প্রশংসায় ভাসালেন।
এই বার্সা তারকা এক সংবাদ সম্মেলনে বলেন, রদ্রিগেজ অসাধারণ একজন খেলোয়াড়। আমি শুধু বলছি সে কেমন প্রতিভাধর সে বিষয়টি।
সে সত্যিই তরুণ, মাত্র ২২ বছর বয়স। সে খেলতে এলো এবং আমাদের দেখিয়ে দিলো সে কত ভালো একজন খেলোয়াড়। আমাকে এজন্য তাকে অভিনন্দন জানাতেই হবে। যোগ করেন নেইমার।
কিন্তু আশাকরি তার জয়রথ এবার থামবে, এগিয়ে যাবে ব্রাজিল। আমি তার প্রতি পূর্ণ সম্মান রেখেই এ কথা বলছি।
তবে টানা চার ম্যাচ জেতা কলম্বিয়াকে চিন্তার কথাও জানান নেইমার।
নেইমার আরও বলেন, অবশ্যই তারা একটি ভালো দল, যারা তাদের সবগুলো ম্যাচই জিতেছে। তারা এটাও দেখিয়েছে দুর্দান্ত গতিতে তারা পাল্টা আক্রমণও করতে জানে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪