ঢাকা: সুইজারল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনাকে পোপ ফ্রান্সিস রক্ষা করেছেন বলে স্পেনের একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
সংবাদ মাধ্যমটি দাবি করে, ম্যাচের শেষ মুহূর্তে সুইজারল্যান্ডের খেলোয়াড় ব্লেরিক জেমাইলির হেড পোপ নিজেই ক্লিয়ার করেছেন।
প্রসঙ্গত, ওই ম্যাচে অতিরিক্ত সময়ের খেলার ১১৮ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা। খেলার একেবারে শেষ মুহূর্তে সুইস খেলোয়াড় জেমাইলির হেড আর্জেন্টিনার গোলবারে লেগে ফিরে আসে। ফিরতি বলেও পা ছুঁইয়ে খুব কাছ থেকে আবারও গোল করার চেষ্টা করেন জামেইলি। কিন্তু এবার সাইড বারের পাশ দিয়ে বলটি চলে গেলে গোলবঞ্চিত হয় সুইজারল্যান্ড।
গোলবারে লেগে বল ফিরে আসাকে ‘অলৌকিক’ আখ্যা দিয়ে সংবাদ মাধ্যমটি তাদের খবরের শিরোনাম করে- ‘ফ্রান্সিস ক্লিয়ার্ড ইট’।
সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা, কোয়ার্টারে তাদের প্রতিপক্ষে ইউরোপের দল বেলজিয়াম।
উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে জন্মগ্রহণ করেন পোপ ফ্রান্সিস। ২০১৩ সালের ১৩ মার্চ তিনি পোপ নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪