বিশ্বকাপের ২০তম আসর চলছে। এবার বিশ্বকাপে এখন পর্যন্ত এক ম্যাচে একজন খেলোয়াড়ের সর্বোচ্চ গোল ৩টি, অর্থাৎ হ্যাটট্রিক।
ওলেগ সালেনকো
ওলেগ সালেনকো রাশিয়ান ফুটবলার। ১৯৯৪ সালে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ ম্যাচে তিনি ৫টি গোল করেছিলেন একাই।
এমিলিও বুট্রাগুয়েনো
১৯৮৬ সালে স্পেনের এ খেলোয়াড় ডেনমার্কের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনে ৪টি গোল করেন।
আরনেস্ট উইলিমোওস্কি
পোল্যান্ডের হয়ে ১৯৩৮ সালে ব্রাজিলের বিপক্ষে প্রথম রাউন্ডে ৪টি গোল করেন এই খেলোয়াড়।
ইউসেবিও
পর্তুগালের এই খেলোয়াড় কোরিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৪টি গোল করেছেন।
জাস্ট ফন্টেইন
পশ্চিম জার্মানির বিপক্ষে ফ্রান্সের হয়ে জাস্ট ফনটেইন ১৯৫৮ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৪টি গোল করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪