ঢাকা: ব্রাজিল বিশ্বকাপে গ্রুপের প্রথম পর্বে বিদায় নেওয়ায় খুব একটা ভাল নেই ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ড। হয়তো নিজের খারাপ লাগা মুহূর্তকে ভাল লাগায় পরিণত করতে ইংলিশ এ মিডফিল্ডার সস্ত্রীক সূর্যস্নানে গিয়েছেন স্পেনের ইবিজা বিচে।
এখন মাঠে খুব একটা খেলা নেই। নতুন মৌসুম শুরু হতে আরো দুই তিন মাস বাকি রয়েছে। এদিকে জাতীয় দলের হয়ে আর কত দিন খেলবেন, সে ভাবনাও ঘিরে ধরেছে দেশের জার্সি গায়ে ১১৪ ম্যাচ খেলা জেরার্ডকে।
৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের এখন ভাববার সময় এসেছে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ইতি টানার। তাই তিনি ভেবে রেখেছেন তার মডেল স্ত্রী এ্যালেক্সকে সময় দেয়া এবং বিজ্ঞাপনের কাজে নিজেকে ব্যস্ত রাখবেন।
২০১৬ এর ইউরোতে খেলতে হলে আরো দু’বছর অপেক্ষা করতে হবে জেরার্ডকে। তখন লিভারপুলের হয়ে ৪৭৫ ম্যাচে ১১১ গোল করা এই তারকার বয়স দাঁড়াবে ৩৬। তবে তিনি জানেন আবার তার দলকে লিগের নতুন মৌসুমে ভাল করতে হবে। সাথে দলকে সংগঠিত করতে হবে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ৩ জুলাই ২০১৪