ঢাকা: লিওনেল মেসির সঙ্গে সর্তীথরা দ্রুতই খাপ খাইয়ে নেবেন বলে বিশ্বাস করেন স্প্যানিশ সাবেক ফুটবল তারকা রাউল গঞ্জালেজ।
রিয়াল মাদ্রিদের সাবেক এ স্ট্রাইকার বলেন, আমি বিশ্বাস করি সর্তীথরা মেসির ওপর থেকে চাপ কমাবেন।
তিনি বলেন, এটা সত্য যে মেসির সর্তীথরা ম্যারাডোনার সর্তীথদের মতো নন। তবে আর্জেন্টিনা ফুটবল দলে এমন একজন খেলোয়াড় রয়েছেন যার ওপর সবার আস্থা রয়েছে।
রাউল বলেন, মেসিকে ঘিরে আর্জেন্টিনার সব পরিকল্পনা। কারণ, ফরোয়ার্ডে হিগুয়েন-আগুয়েরো-লাভেজ্জিরা কিছু করতে পারছেন না। সুইজারল্যান্ডের বিপক্ষে শুধু ডি মারিয়া সাফল্য পেয়েছেন।
ছিয়াশিতে ম্যারাডোনা যা করেছেন ২০১৪ সালে মেসিও তাই করছেন জানিয়ে বর্তমানে আল সাদ ক্লাবে খেলা এ ফুটবলার বলেন, সাদা-নীলের বাকিরা দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। এ অবস্থা কাটিয়ে ওঠা জরুরি।
এ অবস্থা কাটিয়ে উঠতে না পারলে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে আলেসান্দ্রো সাবেলার শীর্ষদের বেশ বেগ পেতে হবে বলেও মনে করেন রাউল।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪