ঢাকা: আগামী ৪ জুলাই স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে কলম্বিয়া। দেশের সরকারি কর্মকর্তারা যেন ম্যাচটি দেখা থেকে বঞ্চিত না হন সেজন্য, ওইদিন বিকেলে সব সরকারি কর্মকর্তার ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস।
প্রেসিডেন্ট নিজেও ম্যাচটি থেকে বঞ্চিত হতে চান না। সরাসরি উপভোগের জন্য ম্যাচের দিন সকালে ব্রাজিল যাওয়ার কথা জানিয়েছেন।
ফোর্তেলেজার এস্তাদিও কাস্তিলাও স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এদিকে, শুক্রবারের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে কলম্বিয়ার রাজধানী বেগোতায় শেভিং ফোম ও ময়দা বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের অ্যালকোহল বিক্রিও।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪