ঢাকা: চলছে ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ। শ্বাসরুদ্ধকর প্রতিটি ম্যাচ গড়ে চলেছে নতুন নতুন রেকর্ড।
বিশ্বকাপে ব্যতিক্রমী চুলের স্টাইল নিয়ে অনেক ফুটবলার ইতোমধ্যে সবার নজর কেড়েছেন। রেট টেইলস, ড্রেডলক, ব্লিচড ব্লন্ড, আউট ল্যান্ডিশ সাইড পার্টিংসহ বিভিন্ন নামে চুলের স্টাইল করেছেন ফুটবলাররা।
তবে বিশ্বকাপের এবারের আসরে ‘ক্রেজিয়েস্ট’ চুলের স্টাইল নিয়ে যে ফুটবলাররা সবার নজর কেড়েছেন তারা হলেন- আর্জেন্টিনার রদ্রিগো প্যালাসিও, পর্তুগালের রাউল ম্যারিলেস, বেলজিয়ামের মারুয়ান ফেলাইনি, যুক্তরাষ্ট্রের কাইল বেকারম্যান ও ফ্রান্সের পল পগবা।
রদ্রিগো প্যালাসিও
নকআউট পর্বে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ উত্তেজনা ছড়ালেও সবার নজর কেড়েছে রদ্রিগো প্যালাসিওর ‘ইঁদুরলেজের’ মতো টিকি। ম্যাচের পাশাপাশি মাঠে উপস্থিত ও টেলিভিশন পর্দায় দর্শকরা উপভোগ করেছেন প্যালাসিওর টিকি। টিকির মাথায় লাগানো সাদা পালকও এড়ায়নি চোখ।
রাউল ম্যারিলেস
ফেনারবাচের সেন্ট্রাল এ মিডফিল্ডারের চুলের স্টাইল চোখ এড়ায়নি ফটোগ্রাফারদের। মুখে বিশালাকৃতির গোঁফ ও মাথায় কাকতাঁড়ুয়ার ঝুঁটি ম্যারিলেসকে বিশ্বকাপের এবারের আসরের ‘ক্রেজিয়েস্ট’ চুলের স্টাইলের ফুটবলারদের মধ্যে স্থান করে দিয়েছে।
মারুয়ান ফেলাইনি
ম্যানইউ’র সেন্ট্রাল এ মিডফিল্ডারের চুলের স্টাইল অন্যদের চেয়ে অবশ্য ব্যতিক্রম। মাথা ভর্তি ঝাঁকড়া চুল তাকে ক্রেজিয়েস্ট হেয়ার স্টাইলিস্টদের তালিকায় স্থান করে দিয়েছে। বেলজিয়াম যদি বিশ্বকাপ জয় করতে পারে তবে এ চুল ছেঁটে ফেলার ঘোষণা দিয়েছেন ফেলাইনি।
কাইল বেকারম্যান
কয়ের বছর আগে ঘর ছেড়ে বেরিয়ে যান বেকারম্যান। সেই থেকে চুলের প্রতি উদাসীন এ ফুটবলারের চুল দেখে নতুন কোনো ‘বব মার্লির’ কথাই মনে হবে।
পল পগবা
জুভেন্টাসের এ মিডফিল্ডারের ব্যতিক্রমী চুলের স্টাইল দেখেছে ফুটবলবিশ্ব। মাথার দু’পাশের চুল ছেঁচেই ক্ষ্যান্ত হননি পগবা, পাশে তৈরি করেছেন ছোট দু’টি স্ট্রিপও।
এর বাইরে ব্যতিক্রমী চুলের স্টাইল নিয়ে খেলতে দেখা যায় পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচ বিভিন্ন চুলের স্টাইল নিয়ে উপস্থিত হন এ উইঙ্গার।
এছাড়া, ফ্রান্স ফুটবল দলের ডিফেন্ডার ম্যাথিউ দেবুচির চুলের স্টাইল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক টুইট হয়। বিষয়টি উপভোগ করা ম্যাতুইদি বলেন, মানুষ আমার চুলের স্টাইল নিয়ে যত বেশি কথা বলবে আমি তত বেশি খুশি হবো।
আগামী ৪ জুলাই শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। দুই দিনব্যাপী এ পর্বে ফুটবল নৈপুণ্যের পাশাপাশি বিশ্ববাসীর নজর কাড়তে কোনো খেলোয়াড় নতুন করে কোনো চুলের স্টাইল নিয়ে আসেন কিনা এখন সেটাই দেখার বিষয়।
বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪