ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

যুক্তরাষ্ট্রে বসতে পারে ২০২৬ বিশ্বকাপ আসর

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
যুক্তরাষ্ট্রে বসতে পারে ২০২৬ বিশ্বকাপ আসর

ঢাকা: চলতি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। ফুটবলে ক্রমেই জনপ্রিয়তার শীর্ষে ওঠা যুক্তরাষ্ট্রে ২০২৬ বিশ্বকাপের আসর বসতে পারে বলে সম্ভাবনা রয়েছে।



জার্গেন ক্লিন্সম্যানের শিষ্যরা বিশ্বমঞ্চে ‘ডেথ গ্রুপ’ খ্যাত ‘জি’ গ্রুপে জার্মানি, পর্তুগাল ও ঘানার বিপক্ষে লড়েছে। অসাধারণ খেলা যুক্তরাষ্ট্রকে ২০২৬ সালের বিশ্বকাপের দায়িত্ব দেয়া যেতে পারে বলে মনে করেন ফিফার সেক্রেটারি জেনারেল জেরম ভাল্কে।

ভাল্কে আরো বলেন, ‘এ ব্যাপারে ইউএস ফুটবলের সঙ্গে বিস্তারিত কথা বলে দেখতে হবে। তবে আমি মনে করি ২০২২ সালের বিশ্বকাপের পর তারা স্বাগতিক দেশ হিসেবে ফুটবলের আয়োজনে আগ্রহ দেখাবে। ’

ফুটবল নিয়ে যুক্তরাষ্ট্রের এমন উৎসাহ দেখে খুশি ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার৷ তিনি বলেন, ‘আমেরিকায় ফুটবল নিয়ে আগ্রহ চোখে পড়ার মতো৷ এই বিশ্বকাপে ফুটবল নিয়ে তাদের আগ্রহ অসাধারণ। ’

এর আগে ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ৪ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।